Happy Eid ul Fitr 2021: করোনাকালে খুশির ঈদ, শুভেচ্ছা জানান প্রিয়জনকে
রমজান মাস শেষে অবশেষে এল খুশির ঈদ। সাধারণত প্রতিবছরই তার আগের বছরের তুলনায় কয়েকদিন এগিয়ে আসে ঈদ। করোনাকালে বেশ কিছু বিধিনিষেধ। এই খুশির দিনে অনেকেই প্রিয়জনকে শুভেচ্ছা জানান আত্মীয় বন্ধুদের। তাঁদের শুভ কামনা করেন। কীভাবে শুভেচ্ছা জানাবেন প্রিয়জনকে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঈদের এই বিশেষ দিনে তোমার জীবন শান্তি, খুশিতে ভরে উঠুক। ঈদ মুবারক।
আল্লাহ তোমার সব ভুল ক্ষমা করে দিক। পৃথিবীর অসুখ দ্রুত সেরে যাক। তোমাকে এবং তোমার পরিবারকে ঈদের শুভেচ্ছা।
এই ঈদ হয়ে উঠুক সৌভ্রাতৃত্বের। খুশির ঈদের অনেক শুভেচ্ছা রইল।
মানব সমাজ যে কঠিন রোগের সম্মুখীন হয়েছে, তা দ্রুত নিরাময় হোক। আবার সব কিছু স্বাভাবিক হয়ে উঠুক। খুশির ঈদে এটাই কামনা করি।
বিশ্বজুড়ে থাবা বসিয়েছে মহামারী। তাই বাড়িতে থেকেই পালন করুন খুশির ঈদ।
আল্লাহ সবসময় তোমার সঙ্গে রয়েছেন। তোমাকে এবং তোমার পরিবারকে ঈদের অনেক শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -