Rahul Gandhi Update: মলপ্পুরমে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে পাত পেড়ে মধ্যাহ্নভোজ রাহুল গাঁধীর
ফের একবার অন্য মেজাজে রাহুল গাঁধী। মলপ্পুরমের বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে সারলেন মধ্যাহ্নভোজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমলপ্পুরম জেলার গাঁধী ভবন স্নেহারামামে পাত পেড়ে বসে দুপুরের খাবার সারেন রাহুল।
বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের মতোই কেরলের ওনসাড্ডা খান কংগ্রেস নেতা।
ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ এই মুহূর্তে তিন দিনের সফরে পৌঁছেছেন তাঁর লোকসভা কেন্দ্রে।
ওয়েনাড়ের জেলাশাসকের অফিসে রিভিউ মিটিংও সারেন তিনি।
তাঁর জেতা লোকসভা কেন্দ্রে বিভিন্ন প্রকল্পে কেমন কাজ হচ্ছে সে বিষয়ে বিস্তারিত খোঁজ নেন।
মাঝে থিরুভামবাডেতে বক্তব্যও রাখেন রাহুল গাঁধী।
নোটবাতিল, জিএসটি ও তিন কৃষি আইন ভারতের অর্থনীতিকে দূর্বল করেছে বলে তোপ দাগেন।
বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়ে দেশের বাড়তে থাকা বেকারত্ব নিয়েও মুখ খোলেন।
কৃষিকাজ দেশের অর্থনীতির উন্নতির অঙ্গাঙ্গী অঙ্গ বলেও মনে করিয়ে দেন। (ছবি সৌজন্য- ANI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -