কাবুল বিমানবন্দরে হৃদয়বিদারক দৃশ্য, দেশ ছাড়ার মর্মান্তিক ছবিতে চোখে জল বিশ্বের
১৫ অগাস্ট আফগানিস্তান দখল করেছে তালিবানরা। আর এরপর থেকেই দেশ ছাড়ার হিড়িক আফগানদের। বিমানবন্দরে কাতারে কাতারে ভিড়। তালিবানি ক্ষমতা থেকে বাঁচতে অন্য দেশে আশ্রয় নেওয়ার চিন্তা করছে সকলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান ধরার দৃশ্য সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যে দৃশ্যকে মর্মান্তিক বলেই ব্যাখ্যা করেছজেন নেটিজেনরা।
এদিকে বিমান সংখ্যায় কম, কিন্তু যাত্রী বেশি হওয়ার দরুণ ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে।
দেখা যায় মার্কিন মিলিটারি এয়ারক্র্যাফটে ওঠার জন্য রীতিমতো ধস্তাধস্তা করতে দেখা যায় আফগানদের। সেই ভিডিও ভাইরালও রয়েছে।
অনেককেই দেখা যায় প্লেনে চড়তে না পেরে বিমানের দরজা ও চাকা ধরে ওঠার চেষ্টা করছেন। প্রাণ বাঁচানোর এমনই প্রয়াস।
দুই দশকের যুদ্ধ শেষে প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে তালিবান। তালিবানি ক্ষমতার পূর্ব স্মৃতি এখনও টাটকা সকলের মনে।
কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে এখনও দেশ ছাড়ার অপেক্ষায় বহু আফগান।
কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে এখনও দেশ ছাড়ার অপেক্ষায় বহু আফগান।
কেউ কেউ আবার বিমান থামানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে পড়ছে রানওয়েতে চলন্ত বিমানের সামনে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -