Rahul Gandhi: রবিবার বাইক সওয়ারি, সোমবার বাসযাত্রা, অন্য মুডে রাহুল
রাত পোহালেই কর্নাটকে মসনদের লড়াই। বিভিন্ন সমীক্ষায় এবার ভোটের লড়াইয়ে এগিয়ে রাখা হয়েছে কংগ্রেসকে। আপাতত দক্ষিণের এই রাজ্যে যুযুধান শিবিরের হেভিওয়েটরা টানা প্রচার চালাচ্ছেন। এবার সেখানেই দেখা গেল রাহুল গাঁধীকে। তবে একটু অন্যভাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকর্নাটকের বেঙ্গালুরুতে গণপরিবহনের বাসে চড়লেন রাহুল গাঁধী। সোমবার কাজের দিনে আর পাঁচজন যাত্রীর সঙ্গে একই বাসে সওয়ার কংগ্রেস নেতা। কথা বললেন সহযাত্রীদের সঙ্গে।
১০ মে কর্নাটক বিধানসভা নির্বাচন। তারই প্রচারে কর্নাটকে রাহুল। বেঙ্গালুরুর কানিংহাম রোডের পাশে একটি কফিশপে দেখা যায় তাঁকে। সেখানে কফি খাচ্ছিলেন। তারপরেই কাছেই BMTC-এর বাস স্টপেজে চলে যান তিনি।
সেখানেই একটি সরকারি বাসে উঠে পড়েন। কথা বলা শুরু করেন বাসের মহিলা যাত্রীদের সঙ্গে। কর্নাটককে কীভাবে দেখতে চান ওই যাত্রীরা, কংগ্রেস সম্পর্কেই বা কী ধারণা তাঁদের, কথা বলেন তা নিয়েও।
কংগ্রেসের তরফে ট্যুইটে জানানো হয়েছে, অধিকাংশ মহিলাই দৈনন্দিন সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলেছেন।
কথা হয়েছে কংগ্রেসের একাধিক আশ্বাস নিয়েও। BMTC এবং KSRTC -এর বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের আশ্বাস দিয়েছে কংগ্রেস। সেই নিয়েও কথা হয়েছে।
লিঙ্গারাজাপুরামে বাস থেকে নেমে পড়েন রাহুল গাঁধী। সেখানেও বাস স্টপেজে তিনি কথা বলেন কয়েকজনের সঙ্গে। ৮ মে শেষ ছিল প্রচারের দিন। ১০ মে ভোট। ১৩ মে নির্বাচনের ফলাফল।
রবিবারও বেঙ্গালুরুতে ছিলেন রাহুল গাঁধী। সেদিন অবশ্য বাইকে সওয়ার ছিলেন তিনি। বেঙ্গালুরুতে ফুড ডেলিভারি অ্য়াপ সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি, তাঁদের সঙ্গেই খাওয়া-দাওয়া সারেন।
তারপর ওই সংস্থারই এক কর্মীর বাইকের পিছনে চাপেন তিনি। ওই সেক্টর কেমন চলছে, কী কী সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কর্মীদের।
এই পরিস্থিতিতে কাজের পরিবেশ কেমন তা নিয়েও আলোচনা করেন তিনি। আসন্ন নির্বাচনের ম্যানিফেস্টোতে এই ধরনের সেক্টরের কর্মীদের জন্য বিশেষ পরিকল্পনার কথা বলেছে কংগ্রেস। তা নিয়েও আলোচনা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -