Lifestyle:তাপদাহে ফুটছে দেশ...
গরম কমার লক্ষণ নেই। বরং বাংলা-সহ দেশের বিস্তীর্ণ অংশ জুড়ে দাপট দেখাচ্ছে তাপপ্রবাহ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের উত্তর-পশ্চিমাংশের বড় অংশে সোমবারও পারদ ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তার মধ্যেই আমদাবাদের সড়কে যান চলাচল।
রাজধানী দিল্লিতেও পর পর দুদিন তাপপ্রবাহ জারি রইল। গরমের হাত থেকে রেহাই পায়নি দেহরাদূন। স্বস্তি পেতে শরীর ভিজিয়ে নিচ্ছে খুদেরা।
তবে দিল্লির জন্য আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দফতর। আগামীকাল আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি সাময়িক স্বস্তি দিতে পারে রাজধানীকে।
দেশের বহু অংশের ক্ষেত্রে অবশ্য সেই আশ্বাসবাণী নেই।
গরমের চোটে এতটাই নাকাল অবস্থা যে রাতারাতি নাগপুরের এয়ার কুলার মার্কেটে ভিড় জমিয়েছেন ক্রেতারা।
তীব্র গরমে হাঁসফাঁস করছে এই রাজ্যও। ফুটছে বীরভূম। তার মধ্যেই কোপাই নদীতে পোষ্যদের নিয়ে ডুব পালকদের।
চাঁদিফাটা গরমেও অবশ্য আগ্রায় তাজমহল দর্শনে ভাঁটা পড়েনি। কিন্তু পর্যটকদের প্রত্যেকের হাতেই ছিল ছাতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -