Kedarnath Exclusive Pics: বরফের চাদরে ঢাকল কেদারনাথ, তীর্থযাত্রীদের ভিড় দেবভূমিতে

কেদারনাথ

1/19
ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গে ও চারধাম তীর্থভূমির মধ্যে অন্যতম কেদারনাথ। অতি পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে এই ভূমিকে দেখা হয়। গত দু'দিন ধরেই বরফ পড়তে শুরু করেছে কেদারে।
2/19
উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত এই শিব মন্দির এখন ঢাকছে সাদা বরফের চাদরে।
3/19
কেদার কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে। শেষবেলায় তাই কেদার দর্শন করতে ভিড় জমিয়েছেন তীর্থযাত্রীরা।
4/19
তুষারে ঢেকেছে পথঘাট। কিছুটা বিপদের ঝুঁকি নিয়েই দেবভূমে যাত্রা করছেন তীর্থযাত্রীরা।
5/19
আগামী ৬ নভেম্বরই এই বছরের মতো শেষবারের জন্য মহেশ্বরের পুজো করে মঙ্গলদ্বীপ জ্বালিয়ে কেদারনাথ মন্দিরের মূল দ্বার বন্ধ করে দিয়ে বেরিয়ে আসবেন মন্দিরের মূল পুরোহিত।
6/19
শীত শেষে অর্থাৎ আবার সামনের বছর খুলবে মন্দিরের মূল ফটক। শেষ বেলায় তাই দেবাদিদেব দর্শনের শেষ চেষ্টায় রয়েছেন ভক্তরা।
7/19
তুষারপাতের ফলে আরেক রূপ দেখা দিয়েছে কেদারের।
8/19
এই কেদার যেন আরেক শিবভূম কৈলাসের রূপের সঙ্গে একাত্ম হয়ে পড়েছে।
9/19
বুধবার তুষারপাতের প্রাবল্য বেশ কিছুটা বৃদ্ধি পায়। যার জেরে হেলিকপ্টার পরিষেবা বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য।
10/19
মন্দিরে পুজো দিতে লাইনও সুবিশাল। মন্দির প্রাঙ্গন থেকে মূল মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত যেতে সময় লাগছে প্রায় তিন ঘণ্টা।
11/19
এই মন্দির বন্ধে বেশ কিছু মাহাত্ম্যও রয়েছে। মন্দির বন্ধ হওয়ার আগে প্রদীপ জ্বালিয়ে যাওয়া হয়। ভক্তদের কথায়, ছ'মাস পরও মন্দির খোলার পর একইভাবে সেই প্রদীপ জ্বলতে দেখা যায়। যাকে কেদার মাহাত্ম্য হিসেবেই বর্ণনা করেছেন তাঁরা।
12/19
বরফে ঢাকা বিপদসঙ্কুল পথ পেরিয়েই কেদার দর্শন করছেন পর্যটকেরা।
13/19
বরফের সাদা আস্তরণে ঢেকেছে মন্দিরে যাওয়ার রাস্তা
14/19
যেদিকেই চোখ যায় সেদিকেই তুষাররাজ্য। ইতিহাস জানায়, এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড। পরে তা কেদারনাথ হয়।
15/19
ভারবাহী পশুরাও স্নাত তুষারে।
16/19
এই মন্দিরের নানা স্থান মাহাত্ম্য রয়েছে। উত্তরাখণ্ডের বিপর্যয়ের সময় চতুর্দিক ভেসে গেলেও একা দাঁড়িয়ে ছিল কেদারনাথের মন্দির।
17/19
কেদারে রূপ ও মাহাত্ম্যের টানেই দেশ বিদেশ থেকে পর্যটকেরা ছুটে আসেন শিব দর্শনে।
18/19
এদিকে, আগামী ৫ নভেম্বর দেবাদিদেবের দর্শনে কেদারনাথ আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
19/19
বুধবার থেকেই মোদির আগামী কেদারনাথ যাত্রার জন্য প্রস্তুতি শুরু করল চারধাম দেবস্থানম বোর্ড। ছবি সৌজন্যে- সৌম্য গঙ্গোপাধ্যায়
Sponsored Links by Taboola