Noida Unlock: নির্দিষ্ট সময় খোলা বাজার, ছাড় একাধিক ক্ষেত্রে, আগামীকাল থেকে আনলক শুরু নয়ডায়
আগামীকাল থেকে আনলক প্রক্রিয়া শুরু হচ্ছে নয়ডাতে। এই নিয়ে আজ গাইডলাইন জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। ছবি সৌজন্যে- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকনটেনমেইন্ট জোন বাদ দিয়ে সোমবার থেকে শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত বাজার এবং দোকান খোলা থাকবে। খোলা জায়গায় বিক্রি করা যাবে সবজি। ছবি সৌজন্যে- পিটিআই
শুক্রবার সন্ধে ৭টার পর জারি হবে সপ্তাহান্তের কার্ফু। ওই সময় স্যানিটাইজেশনের কাজ করতে হবে। ছবি সৌজন্যে- পিটিআই
স্কুল, কোচিং সেন্টার সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জিম, সিনেমা হল, সুইমিং পুল বন্ধ থাকবে। রেস্টুরেন্ট থেকে হোম ডেলিভারি ব্যবস্থা চালু থাকবে। ছবি সৌজন্যে- পিটিআই
প্রথম সারির যোদ্ধাদের ১০০ শতাংশ এবং অন্য ক্ষেত্রে সরকারি কর্মীদের ৫০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। ছবি সৌজন্যে- পিটিআই
ধর্মীয় স্থানে একসঙ্গে সর্বোচ্চ ৫ জন যেতে পারবেন। বিয়ে সহ অন্যান্য অনুষ্ঠানে থাকতে পারবেন ২৫ জন এবং শেষকৃত্যে থাকতে পারবেন ২০ জন। ছবি সৌজন্যে- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -