Sikkim Rainfall:তুষারপাতে ঢাকল সিকিম, উদ্ধারকাজে হাত BRO-র

Sikkim Experiences Huge Rainfall:বিপুল তুষারপাতে ঢাকল সিকিম। পরিস্থিতি এতটাই বিপদসঙ্কুল যে ১৭৫ জন পর্যটক আটকে গিয়েছেন সেখানে।পরে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে হাত লাগায় বিআরও।

তুষারপাতে ঢাকল সিকিম, উদ্ধারকাজে হাত BRO-র

1/8
বিপুল তুষারপাতে ঢাকল সিকিম। পরিস্থিতি এতটাই বিপদসঙ্কুল যে ১৭৫ জন পর্যটক আটকে গিয়েছেন সেখানে।
2/8
পরে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে হাত লাগায় বিআরও।
3/8
১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত অভূতপূর্ব বর্ষণ হয়েছে সিকিমে।
4/8
সঙ্গে শিলাবৃষ্টিও দেখেছে সিকিম। পরিস্থিতি দুর্যোগপূর্ণ।
5/8
ইয়ুংথাম এবং গুরুডংমার লেকের মতো জায়গাগুলিতে গত কয়েকদিন ধরেই পর্যটকের ভিড় ছিল।
6/8
নাথু লা, বাবা মন্দিরের মতো পর্যটনক্ষেত্রগুলিতেও যথেষ্ট ভিড় পর্যটকদের।
7/8
তার মধ্যে প্রথমে বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি, তার পর তুষারপাত। সব মিলিয়ে তুমুল কঠিন অবস্থা।
8/8
তবে BRO-র তরফে উদ্ধারের পাশাপাশি পর্যটকদের জন্য় স্বাস্থ্য পরিষেবারও ব্যবস্থা করা হয়।
Sponsored Links by Taboola