Lunar Eclipse 2021: রাতের আকাশ আলোকিত করল সুপার ব্লাড মুন, দেখে নিন ভারতে ক্যামেরাবন্দি অসাধারণ কিছু ছবি
২০২১-এর প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা গেল বুধবার। অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া এবং আমেরিকার আকাশ থেকে দেখা গিয়েছে গ্রহণ। ভারতের আকাশে গ্রহণ পরিলক্ষিত হয়নি।(ছবি সৌজন্য : PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল দিল্লির আকাশে দেখা যায় পূর্ণ চাঁদ। পৃথিবীর আরও কাছে আসায় চাঁদের লালচে কমলা রং দেখা গিয়েছে।(ছবি সৌজন্য : PTI)
চাঁদ পৃথিবীর সবথেকে কাছে চলে আসায় ২০২১-এর প্রথম চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে- সুপার ব্লাড মুন। ২৬ মে কোয়েম্বত্তুরের আকাশে দেখা যায় পূর্ণ চাঁদ।(ছবি সৌজন্য : PTI)
মুম্বইয়ের আকাশে দেখা যাওয়া সুপার মুন। পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে পাননি ভারতীয়রা।
জম্মুর আকাশে দেখা যাওয়া সুপার মুনের এই ছবি মন্ত্রমুগ্ধ করে তুলবে।
উপরের ছবিতে মহারাষ্ট্রের রানি লক্ষ্মীবাঈ গার্ডেন থেকে দেখা যাওয়া পূর্ণ চাঁদ। এই চন্দ্রগ্রহণ ছিল বিশেষ। কারণ, সুপার মুন ও রেড ব্লাড মুন দেখা গিয়েছে।(ছবি সৌজন্য : PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -