International Crafts Mela: চোখজুড়নো হস্তশিল্পের পসরা, সঙ্গে লোকশিল্পের আসর, উপচে পড়ছে ভিড়
ভারতের এক প্রদেশ থেকে অন্য প্রদেশে গেলেই বদলে যায় ভাষা, বদল চোখে পড়ে খাবারে-পোশাকে। শিল্প থেকে সংস্কৃতি, লোকনৃত্য থেকে লোকগান কিংবা হস্তশিল্প। বদলে বদলে যায় সবই। আর এই সব বিবিধের মাঝেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে ভারত-চেতনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধু ভারত কেন, লোকসংস্কৃতির নানা নিদর্শন ছড়িয়ে রয়েছে বিশ্বের সর্বত্র। চোখজুড়ানো হস্তশিল্প যার অন্যতম অংশ। এই সবই এক ছাদের তলায় এসে উপস্থিত হয়েছে হরিয়ানার।
হরিয়ানার সুরজকুণ্ডে ফেব্রুয়ারি মাসে চলছে আন্তর্জাতিক হস্তশিল্প মেলা। কেন্দ্রের বস্ত্র মন্ত্রক, সংস্কৃতি মন্ত্রক, পর্যটন মন্ত্রক এবং বিদেশমন্ত্রকের সহায়তায় হরিয়ানার পর্যটন দফতর এই মেলার আয়োজন করেছেন। ৩ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলছে এই মেলা।
শুধু হস্তশিল্প নয়। রয়েছে লোকগান ও নাচের আসরও। একধিক জাতীয় ও আন্তর্জাতিক লোকশিল্পী ওপেন-এয়ার থিয়েটারে গান ও নাচ পরিবেশন করবেন। প্রতিদিনই সন্ধেয় রয়েছে বিশেষ বিশেষ অনুষ্ঠান।
২০১৩ সালে এই মেলাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করা হয়। তারপর ২০১৫ সালে ২০টি দেশ এই মেলায় যোগ দিয়েছিল। প্রতিবছরই কোনও একটি দেশকে Partner Nation এবং কোনও একটি রাজ্যকে Theme State হিসেবে মর্যাদা দেওয়া হয়।
ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিশ্বের সামনে তুলে ধরতে প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়। সেখানে নিজেদের শিল্পের প্রদর্শনী মেলে ধরে বিশ্বের নানা দেশও।
মেলা দেখতে ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। সেই ভিড়ে বিভিন্ন রাজ্যের বাসিন্দা যেমন রয়েছেন, দেখা মিলছে বিদেশিদেরও। মেলাতেই আগুনের খেলায় মাতিয়েছেন এক শিল্পী।
এই মেলায় খাবারের দোকান দিয়েছে Kheti Virasat Mission. এটি পদ্মশ্রীপ্রাপক Khadar Wali-এর সংগঠন। ইনি ভারতের মিলেট ম্যান (Millet Man of India) বলে পরিচিত। মিলেটজাতীয় শস্য স্বাস্থ্য এবং পরিবেশের জন্য উপকারি, সেটাই প্রচার করে এই সংগঠন। এই বছর বাজেটেও মিলেটের কথা ভেবেই কেন্দ্রীয় সরকার বিশেষ পদক্ষেপও নিয়েছে।
হস্তশিল্পের নানা সম্ভার ছড়িয়ে রয়েছে মেলাজুড়ে। নানা রংয়ের সমাহার পোশাকে। রয়েছে ঘর সাজানোর জিনিস। কোথাও আবার রং-বেরংয়ে কার্পেটের পসরা।
হরিয়ানার সুরজকুণ্ড আন্তর্জাতিক মেলায় দেখা মিলছে চোখজুড়োন নানা শিল্পকলার। মুখোশ নিয়ে প্যারেড এক শিল্পীর। ছবি: PTI, ট্যুইটার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -