Landmarks Across The World : বিশ্বের সেরা ১০ পর্যটনকেন্দ্র
ভারতের তাজমহল। আগ্রা শহরে অবস্থিত। সাদা মার্বেলের এই সৌধটি তৈরি করেছিলেন মুঘল শাসক শাহ জাহান(ছবি সৌজন্যে : Pixabay)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফ্রান্সের আইফেল টাওয়ার। ১৮৮৯ সালে এটি তৈরির কাজ সম্পূর্ণ হয়েছিল। ধাতব বিশাল এই টাওয়ারটি প্যারিস শহরের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু(ছবি সৌজন্যে : Pixabay)
চিনের গ্রেট ওয়াল। বিশ্বের অন্যতম সেরা ট্যুরিস্ট স্পট(ছবি সৌজন্যে : Pixabay)
ইটালির লিনিং টাওয়ার অফ পিসা। মার্বেলের তৈরি এই সৌধটি বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম(ছবি সৌজন্যে : Pixabay)
ইজিপ্টের গিজার পিরামিড। সাড়ে চার হাজার বছর আগের তৈরি। মিশরের পুরনো রাজরাজাদের সংরক্ষিত স্মৃতিচিহ্ন(ছবি সৌজন্যে : Pixabay)
অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস। ১৯৫৯ সালে এটির নির্মাণকাজ শুরু হয়। শেষ হতে লেগেছিল ১৪ বছর(ছবি সৌজন্যে : Pixabay)
আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি। বিখ্যাত এই মূর্তিটি আমেরিকা ও ফ্রান্সের মধ্যে বন্ধুত্বের প্রতীক(ছবি সৌজন্যে : Pixabay)
চিলির ইস্টার আইল্যান্ড মোওয়াই। মানুষের এই মূর্তিগুলি বিশাল বড় বড় পাথরের খোদাই করা অংশ। যুগ যুগ ধরে মানুষকে বিভ্রান্ত করছে এই মূর্তিগুলি(ছবি সৌজন্যে : Pixabay)
আমেরিকার মাউন্ট রুশমোর। আমেরিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া প্রাক্তন চার প্রেসিডেন্টের মুখ পাহাড়ের বুকে খোদাই করা আছে। এই চার প্রেসিডেন্ট হলেন-জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন, আব্রাহাম লিঙ্কন ও থিওডর রুজভেল্ট(ছবি সৌজন্যে : Pixabay)
কম্বোডিয়ার অঙ্কর ভাট। বিশাল এই মন্দিরটি সিয়েম রিপ শহরে অবস্থিত(ছবি সৌজন্যে : Pixabay)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -