Joshimath Situation: জোশীমঠ নিয়ে বৈঠকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, রাস্তায় কাঁপছেন কাতারে কাতারে গৃহহীন
আতঙ্কের প্রহর গুনছে জোশীমঠ। পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। কথা বললেন দুর্গতদের সঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএলাকার বিভিন্ন বাড়িতে প্রতি মুহূর্তে নতুন নতুন ফাটল ধরছে। বিপজ্জনক বাড়িগুলিতে আরও চওড়া হচ্ছে ফাটল
মুখ্যমন্ত্রীর অবশ্য বার্তা, 'দুর্গত মানুষগুলির পাশেই রয়েছে আমাদের সরকার।'
নরসিংহ মন্দিরে বৃহস্পতিবার পুজো দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। জোশীমঠের নিরাপত্তা প্রার্থনা করেই পুজো, উঠে এল এমনই।
হাড়কাঁপানো ঠান্ডায় দাঁড়িয়ে এই সমস্যার পাকাপাকি সমাধানের আর্জি জানিয়ে চলেছেন জোশীমঠের গৃহহীন বাসিন্দারা।
বুধবার জোশীমঠ তেহসিল জড়ো হয়েছিলেন শতাধিক মানুষ। কণ্ঠে দুর্দশার গান। সঙ্গে বদ্রীনাথের কাছে আর্জি, তিনি যেন তাঁদের ভিটেছাড়া না করেন।
কিন্তু সেই আশা আদৌ কি পূরণ হবে? আপাতত ইতিবাচক ইঙ্গিত খুঁজছে ভিটেমাটিহীন মানুষগুলি।
কোথা থেকে এমন হল বুঝতে, হায়দরাবাদে CSIR-National Geophysical Research Institute থেকে বিজ্ঞানীদের একটি দল এদিনই রওনা দেবে উত্তরাখণ্ডে।
আগামী ১৩ জানুয়ারি তাঁদের পৌঁছনোর কথা। পর দিন থেকে কাজ শুরু হবে।
এদিন জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। তবে চামোলির জেলাশাসক জানিয়েছেন, এর মধ্যেই ১১ সদস্যের একটি কমিটি অন্তর্বর্তী ত্রাণ বিলির কাজে নামানো হয়েছে। (ছবি: PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -