Joshimath Situation: জোশীমঠ নিয়ে বৈঠকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, রাস্তায় কাঁপছেন কাতারে কাতারে গৃহহীন
Landslide And Pushkar Singh Dhami:আতঙ্কের প্রহর গুনছে জোশীমঠ। পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। কথা বললেন দুর্গতদের সঙ্গে।
জোশীমঠ নিয়ে বৈঠকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, রাস্তায় কাঁপছেন কাতারে কাতারে গৃহহীন
1/10
আতঙ্কের প্রহর গুনছে জোশীমঠ। পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। কথা বললেন দুর্গতদের সঙ্গে।
2/10
এলাকার বিভিন্ন বাড়িতে প্রতি মুহূর্তে নতুন নতুন ফাটল ধরছে। বিপজ্জনক বাড়িগুলিতে আরও চওড়া হচ্ছে ফাটল
3/10
মুখ্যমন্ত্রীর অবশ্য বার্তা, 'দুর্গত মানুষগুলির পাশেই রয়েছে আমাদের সরকার।'
4/10
নরসিংহ মন্দিরে বৃহস্পতিবার পুজো দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। জোশীমঠের নিরাপত্তা প্রার্থনা করেই পুজো, উঠে এল এমনই।
5/10
হাড়কাঁপানো ঠান্ডায় দাঁড়িয়ে এই সমস্যার পাকাপাকি সমাধানের আর্জি জানিয়ে চলেছেন জোশীমঠের গৃহহীন বাসিন্দারা।
6/10
বুধবার জোশীমঠ তেহসিল জড়ো হয়েছিলেন শতাধিক মানুষ। কণ্ঠে দুর্দশার গান। সঙ্গে বদ্রীনাথের কাছে আর্জি, তিনি যেন তাঁদের ভিটেছাড়া না করেন।
7/10
কিন্তু সেই আশা আদৌ কি পূরণ হবে? আপাতত ইতিবাচক ইঙ্গিত খুঁজছে ভিটেমাটিহীন মানুষগুলি।
8/10
কোথা থেকে এমন হল বুঝতে, হায়দরাবাদে CSIR-National Geophysical Research Institute থেকে বিজ্ঞানীদের একটি দল এদিনই রওনা দেবে উত্তরাখণ্ডে।
9/10
আগামী ১৩ জানুয়ারি তাঁদের পৌঁছনোর কথা। পর দিন থেকে কাজ শুরু হবে।
10/10
এদিন জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। তবে চামোলির জেলাশাসক জানিয়েছেন, এর মধ্যেই ১১ সদস্যের একটি কমিটি অন্তর্বর্তী ত্রাণ বিলির কাজে নামানো হয়েছে। (ছবি: PTI)
Published at : 12 Jan 2023 01:48 PM (IST)