Pervez Musharraf:ছবিতে ফিরে দেখা জেনারেল মুশারফকে
চলে গেলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। পাকিস্তানের মাটি নয়, দুবাইয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৯ বছরের প্রাক্তন সেনাপ্রধান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকৌশলী সেনানায়ক নাকি কার্গিল যুদ্ধের মূল চক্রী? কী ভাবে তাঁকে মনে রাখা হবে, তা বিচার করুক ইতিহাস। তথ্য় শুধু বলছে, ১৯৪৩ সালের ১১ অগাস্ট অবিভক্ত ভারতের দিল্লির দরিয়াগঞ্জে জন্ম হয় মুশারফের।
ঠিক চার বছর পর, দেশভাগের সময়, সদ্যগঠিত পাকিস্তানের করাচি চলে যান তিনি। ১৯৬৪ সালে পাক সেনাবাহিনীতে যোগদান।
লেখাপড়া করেছেন লন্ডনের রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজেও। ১৯৯৮ সালে তাঁকে পাক সেনাবাহিনীর প্রধান করেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
এর পরের বছর, ১৯৯৯ সালই, উপমহাদেশের ইতিহাসে অন্যতম স্মরণীয় অধ্যায়। সীমান্তে শুরু ভারত-পাক কার্গিল যুদ্ধ।
নেপথ্যে মূল কলকাঠি নেড়েছিলেন মুশারফই, অভিযোগ তোলে গোটা আন্তর্জাতিক মহল। চাপে পড়ে তাঁকে সরিয়ে দেন শরিফ।
কিন্তু ক্ষমতা ছাড়ার কোনও তাগিদ ছিল না মুশারফের। সেনা অভ্যুত্থান ঘটিয়ে দখল করেন গদি। তার পর আরব সাগরের বুকে অনেক ঢেউ উঠেছে।
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে বিখ্যাত আগরা বৈঠকে বসেন মুশারফ। ভারতের সঙ্গে সেই বৈঠক সফল হয়নি ঠিকই। তবে তাতে টান পড়েনি গদিতে। ২০০৮ পর্যন্ত পাক প্রেসিডেন্টের কুর্সি ছিল তাঁর। তবে মৃত্য়ু হল বিদেশেই। (ছবি:PTI, ANI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -