National Daughter's Day 2022: মেয়ের জন্য আজ স্পেশ্যাল কিছু ভেবেছেন?
Celebrating Daughters Day: আজ জাতীয় কন্যা দিবস। সাধারণত, সেপ্টেম্বরের চতুর্থ রবিবার এই দিনটি উদযাপন করা হয় ভারতে। কন্যাসন্তানকে নিয়ে উদযাপনে মেতে ওঠার দিন আজ।
মেয়ের জন্য আজ স্পেশ্যাল কিছু ভেবেছেন?
1/8
আজ জাতীয় কন্যা দিবস। সাধারণত, সেপ্টেম্বরের চতুর্থ রবিবার এই দিনটি উদযাপন করা হয় ভারতে।
2/8
কন্যাসন্তানকে নিয়ে উদযাপনে মেতে ওঠার দিন আজ। হাতে তৈরি করা কার্ড, পছন্দের খাবার বা অন্য যে কোনও উপহার দেওয়া হতে পারে তাকে।
3/8
যে আন্তর্জাতিক কন্যা দিবস থেকে এই জাতীয় কন্যা দিবস উদযাপনের ভাবনা, তার নেপথ্যের কাহিনিটি সুখকর নয়।
4/8
কন্যাসন্তানকে ঘিরে নানা ধরনের সংস্কার, তাকে বোঝা হিসেবে ভাবা--এগুলি দূর করতেই এই দিন উদযাপন শুরু।
5/8
এই দিনটির সেই অর্থে কোনও নির্দিষ্ট উৎস নেই। এক একটি দেশে এক এক দিন জাতীয় কন্যা দিবস পালিত হয়।
6/8
তবে সার্বিক ভাবে লক্ষ্য একটাই। কন্যাসন্তানকে ঘিরে যে ধরনের অন্ধকারাচ্ছন্ন ভাবনা রয়েছে তা দূর করা।
7/8
সরকার এবং একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা এই দিনটিতেই বিশেষ করে লিঙ্গবৈষম্য দূর করে ছেলে-মেয়ে নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ তৈরির অঙ্গীকার করে।
8/8
কী ভাবে দিনটিকে বিশেষ করে তুলতে পারেন আপনার মেয়ের জন্য? খুব সহজ। কোনও উপহার বা তার পছন্দের কোনও খাবার সাজিয়ে দিতে পারেন। বা মন দিয়ে তার কথাও শুনতে পারেন। তবে এক্ষেত্রে সবচেয়ে জরুরি একটাই বিষয়। কোনও ধরনের বৈষম্যকে প্রশ্রয় না দেওয়া।
Published at : 25 Sep 2022 02:00 PM (IST)