Mamata Banerjee Photos: অলআউট আক্রমণে মমতা, বক্তব্যের বাছাই আট
মাঝে দুদিনের ব্য়বধান। মোদির সভাস্থলে বুধবার সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই কড়া ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “মা-বোনেরা এবার খেলা হবে কি? একুশের নির্বাচনে একটাই খেলা হবে। একদিকে তৃণমূল কংগ্রেস থাকবে, অন্যদিকে বাকিরা। আমি থাকব গোলরক্ষক, দেখি কে কটা গোল করে?”
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিনের সভা থেকে মমতা বলেন, “জুন মাস থেকে বিধবাদের ১ হাজার টাকা করে ভাতা দেব।“
মমতার প্রশ্ন, “বিজেপির দলের মেয়েরা সুরক্ষিত তো? উত্তরপ্রদেশ, রাজস্থানে মহিলারা সুরক্ষিত তো? হিংসা করতে করতে কুৎসা করছে বিজেপি।“
মোদির উদ্দেশে তাঁর প্রশ্ন, “প্রধানমন্ত্রী হয়ে মিথ্যে কথা বলছেন? উনি আজ আছেন, কাল থাকবেন না।“
মোদির দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো উদ্বোধন নিয়েও এদিন কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি রেলমন্ত্রী থাকাকালীন দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো করেছি। বহু রেল প্রকল্প আমি করেছি, তুমি ফিতে কেটেছ শুধু।“
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়লাকাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মমতা। তিনি বলেন, “আপনি ঘরে ঢুকে গিয়ে বাচ্চা মেয়েকে কয়লা চোর বলছেন? আপনার গায়েই কালি লেগে আছে।“
ডানলপ অধিগ্রহণ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, “নিজেও কিছু করেননি, আমাদেরও করতে দেননি। আর ডানলপে এসে বড়বড় কথা বলে যাচ্ছেন? ডানলপের মালিকের বাড়িতে বিজেপি নেতারা থাকেন।”
পাশাপাশি মেয়েদের বিজেপি সম্মান দিতে জানে না বলেও কটাক্ষ করেছেন মমতা। তিনি বলেন, “মেয়েদের সম্মান দিতে জানে না বিজেপি। বিজেপিতে মহিলারা সুরক্ষিত নন, ওই দলে মেয়েদের পাঠাবেন না। তৃণমূল মা-বোনেদের সম্মান দিতে জানে।“
- - - - - - - - - Advertisement - - - - - - - - -