Piyush Goyal:আবু ধাবিতে প্রথম বিএপিএস হিন্দু মন্দিরের উদ্বোধনে হাজির পীযূষ গোয়েল, উপচে পড়ল ভক্তদের ভিড়
সাধারণ দর্শনার্থীদের জন্য সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে প্রথম বিএপিএস হিন্দু মন্দিরের দরজা খুলে গেল গত রবিবার। এসেছিলেন, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। উদ্বোধন উপলক্ষ্যে মন্দির চত্বরে ঘণ্টাতিনেক কাটান তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউদ্বোধনের দিন সকালে ৪০ হাজার ও সন্ধ্যায় ২৫ হাজার দর্শনার্থীর সমাগম হয় মন্দিরে। হিন্দু ধর্মাবলম্বীদের কথা মাথায় রেখে এই মন্দিরের ভাবনা। তাতে বিপুল সাড়া মিলেছে প্রথম দিনই। মন্দির চত্বর ঘুরে দেখেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।
আবু ধাবির বাসিন্দা, সুমন্ত রাই-ও এসেছিলেন মন্দির দর্শনে। বিপুল ভিড় সত্ত্বেও কাউকে এক মুহূর্তের জন্য ধৈর্য হারাতে দেখেননি তিনি। ভক্তদের এমন আচরণে মুগ্ধ তিনি। পরে বলেন, 'ভাবছিলাম, আমাকে বোধহয় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে। শান্তিমতো দর্শন করতে পারব কিনা, সেটা নিয়েও চিন্তা ছিল।'
শেষমেশ অবশ্য সমস্ত চিন্তা ভ্রান্ত প্রমাণিত হয়েছে সুমন্তের। এজন্য বিএপিএসের স্বেচ্ছাসেবকদের বার বার ধন্যবাদ জানাচ্ছেন তিনি ও তাঁর মতো বহু ভক্ত।
মন্দির-দর্শনে যাতে কোনও বাধা না আসে, সে জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহির সরকারও। আবু ধাবি থেকে মন্দির পর্যন্ত টানা একটি বাস রুট চালু করা হয়।
সপ্তাহান্তে যাঁরা মন্দির পরিদর্শনে আসবেন, তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, সেকথা মাথায় রেখেই এই উদ্যোগ। একই সঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্য ও তাকে অন্তর্ভুক্ত করে নেওয়ার ভাবনার দিকটিতেও জোর দেওয়া হয় এর মাধ্য়মে।
উদ্বোধনের দিন, সন্ত ব্রহ্মহরিদাস বলেন, 'সংযুক্ত আরব আমিরশাহির সরকার এবং স্থানীয় প্রশাসনকে নতু বাস পরিষেবা শুরু করা ও সার্বিক ভাবে এই দিনটিকে বাস্তবায়িত করার জন্য আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জদান জনসাধারণের জন্য'
শুধু আবু ধাবি নয়, গত রবিবার বিভিন্ন দেশ থেকে বহু মানুষই মন্দির দেখতে জড়ো হন। যেমন, কেরল থেকে গিয়েছিলেন বালচন্দ্র। তিনি বলেন, 'ভেবেছিলাম হাজার হাজার মানুষের সমুদ্রে হারিয়ে যাব। কিন্তু গোটা সফরটা এত ভাল ভাবে পরিচালনা করা হয়েছে যে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। '
- - - - - - - - - Advertisement - - - - - - - - -