UP Assembly Election 2022: বিয়ের সাজেই ভোট দিতে ছুট, কেমন গেল উত্তরপ্রদেশের প্রথম দফার নির্বাচন
বিয়ের সাজেই ভোট দিতে ছুটলেন নবদম্পতি। প্রথম দফায় ৫৮ বিধানসভা আসনে ভোটগ্রহণ হল উত্তরপ্রদেশে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোটগ্রহণ ঘিরে ছিল কড়া নিরাপত্তা। উত্তরপ্রদেশে পশ্চিমাঞ্চলের ১১ জেলায় হল নির্বাচন।
২ কোটির বেশি মানুষ ভোট দিলেন উত্তরপ্রদেশের প্রথম দফার নির্বাচনে। ভোট পড়ল ৬০.০১ শতাংশ।
যাবতীয় কোভিড প্রোটোকল মেনে হল ভোটগ্রহণ।
পোলিং বুথের বাইরে সকাল থেকেই ছিল ভোটারদের লম্বা লাইন।
নয়ডা, গাজিয়াবাদ, বাগপত, শামলির মতো জায়গায় হল ভোটগ্রহণ।
ভোরের আলো ফোটার আগেই ভোটদান। হাতে সেই চিহ্ন দেখাচ্ছেন জনৈক ভোটার।
মুজাফরনগর, মেরট, আলিগড়, মথুরা, আগ্রার মতো জেলাতেও ভোটগ্রহণ হয় এদিন।
যে ১১ জেলায় ভোটগ্রহণ হল সেটি মূলত জাঠ সম্প্রদায়ভুক্তদের নিবাস বলেই পরিচিত।
এখনও ছ-দফায় ভোট হবে। ফল ঘোষণা ১০ মার্চ। (ছবি-PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -