In Pics: ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, এবার দেওয়ালে সচেতনতার বার্তা
দেশে উত্তরোত্তর বাড়ছে করোন সংক্রমণ। এবার সচেতনতা তৈরি করতে নয়া উদ্যোগ নেওয়া হল। শারীরিক দূরত্ব বজায় রাখা থেকে মাস্ক পরার মতো বার্তা দেওয়া হচ্ছে গ্রাফিতির মাধ্যমে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, পঞ্জাব, মধ্য প্রদেশ, দিল্লি, গুজরাত, কর্নাটক, হরিয়ানায় দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ। আর এই আবহে দেশের একাধিক রাজ্য়ে এইভাবেই ছড়িয়ে দেওয়া হচ্ছে সচেতনতার বার্তা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত কয়েকদিন ধরে প্রতিদিনই দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী।
এই পরিস্থিতিতে দেশে করোনায় দৈনিক মৃত্যু বাড়লেও, কমল সংক্রমণ। সেইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩ জনের করোনায় মৃত্যু হয়েছে। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের মৃত্যু হয়েছে।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৮৫৬ জনের। আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লক্ষ ৯ হাজার ৮৩১।
এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১০ লক্ষ ২৭ হাজার ৫৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৩১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১১৮।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৪৯২ জন। গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ২৬ হাজার ২৯১।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ হাজার ১৯১ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ১৭ হাজার ৪৫৫।
দেশে মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৬৫ শতাংশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -