মাটির তলায় শত শত বাড়ি, ভয়াবহ ফাটল রাস্তাতেও! বিপদ বাড়ছে দেবভূমিতে
মাটির তলায় শত শত বাড়ি, ভয়াবহ ফাটল রাস্তাতেও! বিপদ বাড়ছে দেবভূমিতে
আতঙ্ক বাড়ছে জোশীমঠে
1/9
উত্তরাখন্ডে জোশীমঠে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে ভূমিধসবিপদের মুখে দেবভূমি।
2/9
শয়ে শয়ে বাড়িতে ফাটল দেখা দিয়েছে। আরও বেশি করে ফাটলের ছবিও সামনে আসছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৫৬১ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে
3/9
৬৬টি পরিবারকে ইতিমধ্যেই নিরাপদ এলাকায় সরানো হয়েছে। উত্তরাখণ্ড সরকার বিশেষজ্ঞদের একটি দল তৈরি করেছে ।
4/9
স্থানীয় বাসিন্দাদের দাবি, যাঁদের বাড়িঘর ধসের জেরে ভেঙে গিয়েছে তাঁদের বাড়ি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফে।
5/9
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে তৈরি হয়েছে সেই দল।
6/9
এখনো পর্যন্ত প্রায় ৬০০ বাড়িতে ফাটল দেখা গিয়েছে। সেই সংখ্যা আরও বাড়ছে বলে খবর। ওই এলাকায় একের পর এক রাস্তাও বসে যাচ্ছে।
7/9
জোশীমঠ পুরসভার চেয়ারম্যান শৈলেন্দ্র পওয়ার বলেছেন, 'প্রতি ঘণ্টায় ফাটলের পরিমাণ বাড়়ছে যা রীতিমতো আশঙ্কার।'
8/9
সুরক্ষার কথা মাথায় রেখেই জোশীমঠ -আউলির রোপওয়ে পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রের তরফেও পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে।
9/9
হিমালয়ের প্রবেশদ্বার বলা হয় জোশীমঠকে। আউলি, হেমকুণ্ড সাহিব থেকে শুরু করে আরও একাধিক পর্যটনস্থল, ট্রেকিং রুটে যাওয়ার জন্য জোশীমঠ হয়েই যেতে হয়।
Published at : 06 Jan 2023 02:42 PM (IST)