মাটির তলায় শত শত বাড়ি, ভয়াবহ ফাটল রাস্তাতেও! বিপদ বাড়ছে দেবভূমিতে
উত্তরাখন্ডে জোশীমঠে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে ভূমিধসবিপদের মুখে দেবভূমি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশয়ে শয়ে বাড়িতে ফাটল দেখা দিয়েছে। আরও বেশি করে ফাটলের ছবিও সামনে আসছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৫৬১ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে
৬৬টি পরিবারকে ইতিমধ্যেই নিরাপদ এলাকায় সরানো হয়েছে। উত্তরাখণ্ড সরকার বিশেষজ্ঞদের একটি দল তৈরি করেছে ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, যাঁদের বাড়িঘর ধসের জেরে ভেঙে গিয়েছে তাঁদের বাড়ি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে তৈরি হয়েছে সেই দল।
এখনো পর্যন্ত প্রায় ৬০০ বাড়িতে ফাটল দেখা গিয়েছে। সেই সংখ্যা আরও বাড়ছে বলে খবর। ওই এলাকায় একের পর এক রাস্তাও বসে যাচ্ছে।
জোশীমঠ পুরসভার চেয়ারম্যান শৈলেন্দ্র পওয়ার বলেছেন, 'প্রতি ঘণ্টায় ফাটলের পরিমাণ বাড়়ছে যা রীতিমতো আশঙ্কার।'
সুরক্ষার কথা মাথায় রেখেই জোশীমঠ -আউলির রোপওয়ে পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রের তরফেও পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে।
হিমালয়ের প্রবেশদ্বার বলা হয় জোশীমঠকে। আউলি, হেমকুণ্ড সাহিব থেকে শুরু করে আরও একাধিক পর্যটনস্থল, ট্রেকিং রুটে যাওয়ার জন্য জোশীমঠ হয়েই যেতে হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -