India News:বৃষ্টিতে ভাঙল স্কুলের দেওয়াল, ভাসছে রাজধানী
৪০ বছরের রেকর্ড ভেঙে বৃষ্টিতে ভাসল দিল্লি। বহু রাস্তা ও বাজার এলাকা জলের তলায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ্টির তোড়ে দিল্লিতে একটি সরকারি স্কুলের দেওয়াল ভেঙে পড়ে রবিবার। শ্রীনিওয়াসপুরি এলাকার ওই স্কুলটির দেওয়াল মাত্র চার মাস আগে তৈরি করা হয়েছিল বলে দাবি বিজেপির।
শ্রীনিওয়াসপুরি দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি মারলেনার নির্বাচনীকেন্দ্র। সেখানে এমন ঘটনায় 'আপ'-র কড়া সমালোচনা করেছে বিজেপি।
ঘটনা হল, শনিবারই দিল্লিতে এরকম ১৫টি বিল্ডিং ভেঙে পড়ার ঘটনা শোনা যায়। রবিবারের জন্য হলুদ সতর্কতা জারি করেই রেখেছিল আবহাওয়া দফতর।
রবিবার দেখা গেল, ২৪ ঘণ্টার বৃষ্টিতে শেষ ৪০ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে রাজধানী শহর।
বিলাসবহুল ডিপ্লোম্যাটিক এনক্লেভ, চাণক্যপুরীতেও জল থৈ থৈ। সরকারি আমলাদের সেখান থেকে অন্যত্র চলে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
গত দু'দিনে তুমুল বৃষ্টির জেরে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে উত্তর ভারতে।
নাগাড়ে যে ভাবে বৃষ্টি চলছে তাতে আগামীকাল অর্থাৎ সোমবার দিল্লির সব স্কুল ছুটি বলে ঘোষণা করেছে কেজরিওয়াল প্রশাসন।
রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া হিসেব বলছে, শেষ ২৪ ঘণ্টায় ১৫৩ মিমি বৃষ্টি হয়েছে দিল্লিতে। পূর্বাভাসে পরিস্থিতি আশু বদলানোর ইঙ্গিত নেই। তাই স্কুল ছুটির সিদ্ধান্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -