PM Modi: মোদির মুখে 'ফুটবলের ভাষা', কী বললেন প্রধানমন্ত্রী?
প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই উত্তর পূর্বের রাজ্যগুলির দিকে নজর দেওয়ার কথা বারবার বলে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: PTI
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তর-পূর্বের একাধিক রাজ্যে নানা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। সম্প্রতি আরও একটি বিমানবন্দর করা হয়েছে। ছবি: PTI
এবার মেঘালয়ে প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর-পূর্ব কাউন্সিল (North Eastern Council)-এর স্বর্ণজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে প্রকল্পের উদ্বোধন করা হয়। ছবি: PTI
এএনআই সূত্রে খবর এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'যখন ফুটবল-জ্বরে সবাই আক্রান্ত, তখন ফুটবলে ভাষায় কথা কেন হবে না?' ছবি: PTI
তিনি আরও বলেন, 'যখন কেউ খেলোয়াড়সুলভ আচরণ করবেন না। তখন তাঁদের লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হবে। গত ৮ বছরে উত্তর-পূর্বের উন্নয়নের বাধাকে আমরা লাল কার্ড দেখিয়েছি।' ছবি: PTI
তিনি আরও বলেন, 'দুর্নীতি, পক্ষপাতিত্ব, হিংসা, কাজে বাধা এবং ভোট ব্যাঙ্ক রাজনীতিকে দূরে সরাতে চেষ্টা করেছি। আপনার জানেন এই সমস্যার শিকড় অনেক গভীরে থাকে। সেটা আমাদের একসঙ্গে তুলে ফেলতে হবে।' ছবি: PTI
এদিন নরেন্দ্র মোদি বলেন, 'আমরা যখন কেন্দ্রীয় সরকারের গুরুত্ব দেওয়ার বিষয়গুলি বদল করেছি, তখন তার ভাল প্রভাব সারা দেশে দেখা গিয়েছে। এই বছর কেন্দ্রীয় সরকার পরিকাঠামো ক্ষেত্রে ৭ লক্ষ কোটি টাকা খরচ করেছে। ৮ বছর আগে তা ২ লক্ষ কোটি টাকা ছিল।' ছবি: PTI
এদিন বক্তব্য রাখতে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'গত ৮ বছরে একাধিক সংগঠন হিংসার রাস্তা ছেড়ে শান্তির রাস্তায় এসেছে। রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতির এমন উন্নতি হচ্ছে যে উত্তর-পূর্বে আফস্পার প্রয়োজনীয়তা আর থাকবে না।' বিভিন্ন রাজ্যের সীমানা সংক্রান্ত বিবাদেরও সমাধান হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ছবি: PTI
সম্প্রতি উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে দনিই পোলো (Donyi Polo) বিমানবন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: PTI
প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, এটি অরুণাচল প্রদেশের চতুর্থ অপারেশনাল বিমানবন্দর হতে চলেছে। এর ফলে উত্তর-পূর্বে ভারতে বিমানবন্দরের সংখ্যা দাঁড়াল ১৬টি। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এই বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -