Rahul Gandhi:রাহুল গান্ধীকে বিয়েতে আপত্তি নেই শার্লিনের, শর্ত একটাই...

Sherlyn Chopra:শার্লিন চোপড়া। রাখঢাকহীন মন্তব্য ও সাহসী জীবনযাপন, দুইয়ের জন্য বার বার শিরোনামে এসেছেন শার্লিন। তবে এবার কারণটা ছিল অন্য। রাহুল গান্ধীকে বিয়ে করার প্রশ্ন উঠলে হ্যাঁ বলেছেন তিনি।

(ছবি: Rahul Gandhi Instagram, Sherlyn Chopra Instagram)

1/8
শুধু কি সাংসদ পদে বহাল হওয়ার জন্যই লাইমলাইটে রাহুল গান্ধী? হালে তাঁর সঙ্গে বিয়ের প্রস্তাবে এককথায় রাজি হয়েছেন এক জনৈকা ব্যক্তিত্ব। তার পর থেকে সেই নিয়েও তুমুল আলোড়ন সোশ্যাল মিডিয়ায়।
2/8
শার্লিন চোপড়া। রাখঢাকহীন মন্তব্য ও সাহসী জীবনযাপন, দুইয়ের জন্য বার বার শিরোনামে এসেছেন শার্লিন। তবে এবার কারণটা ছিল অন্য।
3/8
বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে ভক্ত ও পাপারাজ্জিদের সঙ্গে আলাপচারিতার মাঝে হঠাৎ শার্লিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি রাহুল গান্ধীকে বিয়ে করতে রাজি হবেন কিনা।
4/8
এক মুহূর্ত না ভেবে 'হ্যাঁ' বলে দিয়েছেন শার্লিন চোপড়া। কিন্তু একটি শর্ত রয়েছে তাঁর।
5/8
তাঁর কথায়, 'কেন বিয়ে করব না? তবে বিয়ের পর নিজের পদবী বদলাতে রাজি নই।'
6/8
এর পর থেকেই তুমুল আলোড়ন সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে শার্লিন চোপড়ায় এই প্রতিক্রিয়াও।
7/8
পাটনায় বিজেপি-বিরোধী দলগুলির বৈঠকের পর সাংবাদিক বৈঠকে রাহুলের উদ্দেশে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে বলতে শোনা গিয়েছিল, 'এখনও সময় রয়েছে, বিয়ে করে নাও'।
8/8
রসিকতার মোড়কে কথাটি বলা হলেও পোড়খাওয়া রাজনীতিবিদ কেন হঠাৎ এমন আবহে এই প্রসঙ্গ তুললেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। তবে তার পর থেকেই ওয়েনাড়ের কংগ্রেস সাংসদের বিয়ে নিয়ে আগ্রহ তুঙ্গে। যদিও শার্লিনের মন্তব্যে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি 'রাগা'।
Sponsored Links by Taboola