World Population : জন-সমুদ্র, ৮০০ কোটি পার পৃথিবীর জনসংখ্যা

পৃথিবীর বুকে জন-বিস্ফোরণ। আজ (১৫ নভেম্বর) ৮০০ কোটি ছাড়িয়ে গেল পৃথিবীর জনসংখ্যা। ইউনাইটেড নেশনের তথ্য জানাচ্ছে।

World Population, 8 Billion Mark

1/10
পৃথিবীর ৮০০ কোটি তম মানুষ এক পুত্রসন্তান। মাত্র ১২ বছরে ১০০ কোটি জনসংখ্যা বেড়েছে।
2/10
২০১০ সালে ৭০০ কোটি তম মানুষ জন্মেছিল পৃথিবীতে। গত ৪৮ বছরে মানুষের সংখ্যা বেড়েছে ৪ গুণ।
3/10
১৯৭৪ সালে ৪০০ কোটি জনসংখ্যা ছাপিয়ে গিয়েছিল পৃথিবী। আর পঞ্চাশটা বছর পেরোনোর আগেই একলাফে দ্বিগুণ।
4/10
বিভিন্ন সমীক্ষা ও পর্যবেক্ষণের ইঙ্গিত, আগামী বছরেই জনসংখ্যার ভিত্তিতে চিনকে ছাপিয়ে যেতে পারে ভারত।
5/10
ইউনাইটেড নেশনেশ-এর ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস-ও জানাচ্ছে যে কথা। প্রসঙ্গত, এই মুহূর্তে চিন ও ভারতের জনসংখ্যা যথাক্রমে ১৪২.৬ ও ১৪১.৭ কোটি।
6/10
পৃথিবীতে আরও ১০০ কোটি মানুষ বাড়তে লাগতে পারে আরও ১৫ বছর। ২০৩৭ সালে পৃথিবীর জনসংখ্যা ছাড়াতে পারে ৯০০ কোটি।
7/10
জনসংখ্যার বৃদ্ধির হার প্রবলভাবে গত কয়েক দশকে বাড়লেও এবার সে গতি স্থিমিত হবে বলেই ইঙ্গিত মিলছে বিভিন্ন সমীক্ষায়। পর্যবেক্ষণে প্রকাশ, এবার কমবে জন্মহার।
8/10
সমীক্ষা ও পর্যবেক্ষণের ইঙ্গিত, ২০৮৬ সালে বিশ্বের জনসংখ্যা হতে পারে ১০৫০ কোটির কাছাকাছি।
9/10
পর্যবেক্ষণে উঠে এসেছে, মাঝের সময়ে জন্মহার বেশি ও মৃত্যুহার কিছুটা কম ছিল।
10/10
সামনের বছরগুলোতে মৃত্যুহারে তেমন তফাৎ না হলেও জন্মহার কমার জেরেই পৃথিবীতে মানুষের সংখ্যা একটা নির্দিষ্ট হারে বৃদ্ধির সম্ভাবনা।
Sponsored Links by Taboola