World Population : জন-সমুদ্র, ৮০০ কোটি পার পৃথিবীর জনসংখ্যা
পৃথিবীর ৮০০ কোটি তম মানুষ এক পুত্রসন্তান। মাত্র ১২ বছরে ১০০ কোটি জনসংখ্যা বেড়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১০ সালে ৭০০ কোটি তম মানুষ জন্মেছিল পৃথিবীতে। গত ৪৮ বছরে মানুষের সংখ্যা বেড়েছে ৪ গুণ।
১৯৭৪ সালে ৪০০ কোটি জনসংখ্যা ছাপিয়ে গিয়েছিল পৃথিবী। আর পঞ্চাশটা বছর পেরোনোর আগেই একলাফে দ্বিগুণ।
বিভিন্ন সমীক্ষা ও পর্যবেক্ষণের ইঙ্গিত, আগামী বছরেই জনসংখ্যার ভিত্তিতে চিনকে ছাপিয়ে যেতে পারে ভারত।
ইউনাইটেড নেশনেশ-এর ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস-ও জানাচ্ছে যে কথা। প্রসঙ্গত, এই মুহূর্তে চিন ও ভারতের জনসংখ্যা যথাক্রমে ১৪২.৬ ও ১৪১.৭ কোটি।
পৃথিবীতে আরও ১০০ কোটি মানুষ বাড়তে লাগতে পারে আরও ১৫ বছর। ২০৩৭ সালে পৃথিবীর জনসংখ্যা ছাড়াতে পারে ৯০০ কোটি।
জনসংখ্যার বৃদ্ধির হার প্রবলভাবে গত কয়েক দশকে বাড়লেও এবার সে গতি স্থিমিত হবে বলেই ইঙ্গিত মিলছে বিভিন্ন সমীক্ষায়। পর্যবেক্ষণে প্রকাশ, এবার কমবে জন্মহার।
সমীক্ষা ও পর্যবেক্ষণের ইঙ্গিত, ২০৮৬ সালে বিশ্বের জনসংখ্যা হতে পারে ১০৫০ কোটির কাছাকাছি।
পর্যবেক্ষণে উঠে এসেছে, মাঝের সময়ে জন্মহার বেশি ও মৃত্যুহার কিছুটা কম ছিল।
সামনের বছরগুলোতে মৃত্যুহারে তেমন তফাৎ না হলেও জন্মহার কমার জেরেই পৃথিবীতে মানুষের সংখ্যা একটা নির্দিষ্ট হারে বৃদ্ধির সম্ভাবনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -