Biometric Identification: LPG গ্রাহকদের বায়োমেট্রিকের সিদ্ধান্ত, কীভাবে হবে এই কাজ?
এলপিজি গ্রাহকদের জন্য বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন চালু করতে চলেছে ইন্ডেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরান্নার গ্যাস সরবরাহকারী সংস্থা ইন্ডেনরে তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খুব শিগগিরই গ্রাহকদের ছবি মোবাইলে বন্দি করতে যাবেন ডেলিভারি বয়রা।
সংস্থা সূত্রে খবর, ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে এলপিজি গ্রাহকদের এই বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন হবে।
বাড়িতে রান্নার গ্যাস দিতে গিয়ে ডেলিভারিবয় বা ডেলিভারিম্যানরা তাঁদের মোবাইল ফোনে থাকা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এলপিজি গ্রাহকের আঙুলের ছাপ অথবা ফেস স্ক্যান করবেন।
তারপর সেই বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সংক্রান্ত তথ্য নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করবেন তাঁরা। ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
ইন্ডেন এলপিজি সূত্রে খবর, প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতাভুক্ত গ্রাহকদের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন হবে।
তারপর ধাপে ধাপে সব গ্রাহকেরই বায়োমেট্রিক নেবে ইন্ডেন।সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই সব ডিস্ট্রিবিউটরের মাধ্যমে এই সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
কিন্তু ডেলিভারিবয়রা যখন বাড়িতে গ্যাস দিতে যান, অনেক সময়ই দেখা যায়, যাঁর নামে সিলিন্ডার তিনি বাড়িতে নেই। সেক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কী হবে? এই প্রশ্ন থেকেই যাচ্ছে।
নভেম্বর মাস শেষ হওয়ার মুখে। ডিসেম্বরের শেষ সপ্তাহজুড়ে বড়দিন ও বর্ষবরণের ছুটিছাটা থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -