Independence Day 2025: ২০১৪ থেকে চলছে ‘ট্র্যাডিশন’, লালকেল্লায় প্রতি বছর মাথায় রঙিন পাগড়ি প্রধানমন্ত্রী মোদির; ফিরে দেখা ১২ বছরের ছবি

PM Narendra Modi: প্রতি বছর স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লায় নতুন রঙিন পাগড়ি মাথায় জাতির উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সাল থেকে সমানভাবে চলছে সেই ট্রাডিশন।

প্রতি বছর স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লায় নতুন রঙিন পাগড়ি মাথায় জাতির উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সাল থেকে সমানভাবে চলছে সেই ট্রাডিশন। বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য ও তাৎপর্য জুড়ে রয়েছে এই পাগড়ির সঙ্গে।

1/12
২০১৪ সালে তাঁর প্রধানমন্ত্রিত্বের প্রথম স্বাধীনতা দিবসে সাফা নামে এক ঐতিহ্যবাহী এবং আকর্ষণীয় রাজস্থানি ধাঁচের পাগড়ি পরেছিলেন। উজ্জ্বল লাল ও সবুজ লেজের এক মিশ্রণ ছিল সেই পাগড়িতে। যোধপুরী ব্যান্ধেজ প্যাটার্নে ছিল এই পাগড়িটি।
2/12
২০১৫ সালের স্বাধীনতা দিবসের দিনে তাঁর মাথায় দেখা গিয়েছিল গাঢ় হলুদ রঙের পাগড়ি যাতে লাল ও গাঢ় সবুজ রঙের ক্রিসক্রস প্যাটার্ন ছিল।
3/12
২০১৬ সালে ট্র্যাডিশন বজায় রেখেই আকর্ষণীয় গোলাপি রঙের ও হলুদ রঙের মিশ্রণে একটি পাগড়ি পরতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী মোদিকে। এর সঙ্গে ক্লাসিক সাদা হাফ স্লিভ কুর্তায় তাঁকে প্রাণবন্ত লুক এনে দিয়েছিল।
4/12
২০১৭ সাল। এই বছর মোদির পাগড়ির রঙ ছিল উজ্জ্বল হলুদ ও লাল রঙের মিশ্রণে। সোনালি রঙের সূক্ষ্ম ক্রিসক্রস ছিল সেই পাগড়িতে যা ভারতের উজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।
5/12
২০১৮ সালে লাল মোটিফ ও বড় লেজের একটি উজ্জ্বল গেরুয়া পাগড়ি বেছে নিয়েছিলেন নরেন্দ্র মোদি। ঐতিহ্য বজায় রেখেছিলেন সেই বছরেও।
6/12
২০১৯ সালে ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখা যায় উজ্জ্বল বহুবর্ণী রাজস্থানি ধাঁচের সাফা পরতে যার মধ্যে লহেরিয়া প্যাটার্ন নজরে এসেছিল।
7/12
২০২০ সাল। দেশপ্রেমের প্রতীক হিসেবে উজ্জ্বল জাফরান ও ক্রিম রঙের লম্বা লেজের সাফা পরেছিলেন মোদি। মনে রাখতে হবে এটিই ছিল কোভিড ১৯ মহামারীর সময়কাল।
8/12
২০২১ সালে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের দিন দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী মোদিকে দেখা গিয়েছিল লাল নকশা ও লম্বা গোলাপি লেজে সজ্জিত একটি গেরুয়া বর্ণের পাগড়ি পরে থাকতে।
9/12
২০২২ সাল। সাদা পাগড়ি মাথায় পরতে দেখা গিয়েছিল মোদিকে আর সেই পাগড়িতে সূক্ষ্মভাবে জাফরান ও সবুজ রঙের ডোরা কাটা ছিল। এই রঙ ভারতের জাতীয় পতাকাকে প্রতীকায়িত করে।
10/12
দেশের ৭৭তম স্বাধীনতা দিবসে ২০২৩ সালে প্রধানমন্ত্রী মোদি সবুজ ও লাল রঙের রাজস্থানি বাঁধানি প্রিন্টের একটি পাগড়ি পরেছিলেন।
11/12
২০২৪ সালে অর্থাৎ আগের বছর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় লালকেল্লায় প্রধানমন্ত্রী মোদিকে দেখা যায় কমলা, হলুদ ও সবুজ রঙের বহুবর্ণী পাগড়ি পরতে। এই প্যাটার্নটি যেন মরুভূমিতে বাতাসের প্রবাহকে প্রতীকায়িত করে।
12/12
এই বছর ২০২৫ সালে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে গেরুয়া রঙের একটি পাগড়ি পরে থাকতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদিকে।
Sponsored Links by Taboola