Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
১০০ কোটি টিকাকরণের মাইলস্টোন ছুঁয়েছে ভারত, উদযাপনে সাজল লখনউ-এর ওল্ড রেসিডেন্সি থেকে নালন্দা
৯ মাসের ১০০ কোটি ভ্যাকসিনশেনের মাইলস্টোন ছুঁল ভারত। সেই খুশি উদযাপনে সাজল দেশের সৌধ। লখনউ ওল্ড রেসিডেন্সি সেজেছে তেরঙ্গে। এ পর্যন্ত ৭৫ শতাংশ পূর্ণবয়স্ক ব্যক্তি প্রথম ডোজ পেয়েছেন। ৩০ শতাংশের দুটি ডোজই সম্পূর্ণ। এই দাবি করে দেশবাসীকে সাফল্য উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকানপুরের প্রাচীন ব্রিক টেম্পলও সেজেছে আলোয়।
শনিবারওয়াড়াতেও দেখা মিলেছে মনমাতানো আলোর কারসাজির
আগাখান প্যালেসও সামিল উৎসবে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, আজ একুশে অক্টোবর ইতিহাসে স্থান পেয়েছে, দেশ ১০০ কোটি ভ্যাকসিনের লক্ষ্যমাত্রা পার করেছে।
নাগপুর ওল্ড হাইকোর্টের রঙও এদিন গেরুয়া সাদা ও সবুজ হয়েছে।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে, ১০০ কোটি ভ্যাকসিনেশনের মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত। চিনের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে, ১ বিলিয়ন ভ্যাকসিনেশনের রেকর্ড হল বৃহস্পতিবার
নালন্দার ছবিও মুগ্ধ করেছে সকলকে।
বিহার জিরাদেলকেও সাজানো হয়েছে আলোয়।
উদযাপনে সামিল হতে সেজে উঠেছে শের শাহ সুরির সমাধি
ছত্তীসগঢ়ের শিরপুর আরঙ্গও এদিন তেরঙা হয়েছে।
কোচবিহার রাজবাড়ি ঝলমল করছে আলোয়।
ছত্তীসগঢ় সুরঙ্গ টিলার রূপ মুগ্ধ করেছে।
নতুন রঙে রঙিন হয়েছে মহত্মা গান্ধী বন্দরও
নবরত্নগড় দুর্গতেও এদিন উদযাপনের ছোঁয়া।
আলোয় আলোয় ঝলমলে ধোলাভিরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -