Draupadi Murmu's Swearing-in: দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ-গার্ড অফ অনারে চাঁদের হাট, ছিলেন কে কে?
নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন চত্বরে সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সঙ্গে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে গার্ড অফ অনার দেওয়ার অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবন চত্বরে দেওয়া হয় গার্ড অফ অনার। অনুষ্ঠানের পর সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতি ভবন চত্বরে গার্ড অফ অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিভিআইপিরা। সেখানেই একটি মুহূর্ত।
তখন বিদায়ী। সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে গার্ড অফ অনার দেওয়ার মুহূর্ত।
নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবন চত্বরে ভারতের তিন বাহিনীর তরফে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে।
এক ফ্রেমে সবাই। সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা। সংসদে দ্রৌপদী মুর্মুর শপথগ্রপণ অনুষ্ঠানে।
রাষ্ট্রপতি হওয়া মোটেও তাঁর 'একক বা ব্যক্তিগত সাফল্য' নয়। এটি ভারতের প্রত্যেক দরিদ্র নাগরিকের 'সাফল্য'। দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি পদে শপথগ্রহণের পর প্রথম বক্তৃতায় বার্তা দ্রৌপদী মুর্মুর।
এনডিএ জোটের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী দ্রোপদী মুর্মুর রাষ্ট্রপতি পদে শপথের প্রাক্কাইলে নজর কাড়ে তাঁর বিশেষ শাড়ি। দেশের প্রধান হিসেবে শপথের দিনে দ্রৌপদী মুর্মু পরনে চাপিয়েছেন তেরঙ্গা শাড়ি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সংসদ ভবনে যাওয়ার ঠিক আগের মুহূর্ত। রাষ্ট্রপতি ভবনে সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সব ছবি: পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -