Air pollution: দূষণের গ্রাসে দিল্লি, স্কুল বন্ধ করার নির্দেশ সুপ্রিম কোর্টের
দূষণের গ্রাসে দিল্লি। আর তাই সতর্কতা অবলম্বনে ফের বন্ধ করা হল স্কুল, কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনলাইনেই হবে লেখাপড়া। এদিন দিল্লি সরকার জানিয়েছে, সূচি মেনেই পরীক্ষা হবে নির্দিষ্ট ক্লাসে। অনলাইনেই নেওয়া হবে পরীক্ষা।
দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই এদিন জানিয়েছেন, শারীরিকভাবে পড়ুয়াদের উপস্থিত হতে হবে না স্কুলে। শুক্রবার থেকে কার্যকর হবে নতুন এই নিয়ম।
কেন দূষণের আবহে স্কুল খোলা হয়েছে! তা নিয়ে দিল্লি সরকারকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট।
দূষণ নিয়ন্ত্রণে পরিকল্পনা জানাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।। ব্যর্থ হলে পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট। আগামীকাল সকাল ১০টায় মামলাটি আবার শুনবে আদালত।
শিল্প এবং যান দূষণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের কাঁধে বন্দুক রাখতে পারেন না। আপনাদের পদক্ষেপ নিতেই হবে। স্কুল খোলা আছে কেন? দিল্লি সরকারের কাছে প্রশ্ন করে সুপ্রিম কোর্ট। (ফাইল ছবি- সৌজন্যে: পিটিআই)
কেন্দ্রের সলিসিটর জেনারেল জানান, দূষণ নিয়ে শীর্ষকর্তারা একইরকম উদ্বিগ্ন।। দূষণ রুখতে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার জন্য আদালতের কাছে সময়ও চান তিনি। (ফাইল ছবি- সৌজন্যে: পিটিআই)
আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে দিল্লির সব স্কুল। শহরের মাত্রাতিরিক্ত দূষণের ফলেই এই সিদ্ধান্ত। জানিয়েছেন পরিবেশমন্ত্রী গোপাল রাই। (ফাইল ছবি- সৌজন্যে: পিটিআই)
গোপাল রাই বলেন, “ দিল্লির বাতাসের মান সামান্য উন্নতি হওয়ার স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আবার দূষণ বাড়ছে তাই এই সিদ্ধান্ত। (ফাইল ছবি- সৌজন্যে: পিটিআই)
শিক্ষামন্ত্রী মণীশ শিশোদিয়া জানিয়েছেন, “সূচি মেনেই সব বোর্ড পরীক্ষা হবে।’’ (ফাইল ছবি- সৌজন্যে: পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -