Amarnath Yatra 2022: কড়া নিরাপত্তা আর বাঁধভাঙা উৎসাহ, দুইয়ে মিলেই চলছে অমরনাথ যাত্রা

নিজস্ব চিত্র।

1/10
প্রতিবছরই অমরনাথ যাত্রার জন্য বছরভর অপেক্ষা করেন বহু পুণ্যার্থী। বুধবারই সেই অপেক্ষার অবসান হয়েছে। শুরু হয়েছে অমরনাথ যাত্রা। কোভিডের কারণে দুই বছর পর শুরু হয়েছে এই যাত্রা। ছবি: পিটিআই
2/10
জম্মু-কাশ্মীরের রাজ্য-মর্যাদা তুলে নেওয়ার পর এটাই প্রথম অমরনাথ যাত্রা। যার ফলে গোড়া থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার প্রস্তুতি নেওয়া হয়েছে। ছবি: পিটিআই
3/10
জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গেই সেনা, সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ এবং অন্য আধাসামরিক বাহিনী সুরক্ষার কারণে মোতায়েন রয়েছে। ছবি: পিটিআই
4/10
প্রত্যেক তীর্থযাত্রীকে রেডিও ফ্রিকোয়েন্সি ট্য়াগ দেওয়া হয়েছে। UAV বা আনম্যানড এরিয়াল ভেহিক্যাল ব্যবহার করা হচ্ছে নজরদারির জন্য। ছবি: পিটিআই
5/10
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৮০ হাজার জওয়ানকে ওই এলাকায় আনা হয়েছে। বহুস্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। ছবি: পিটিআই
6/10
গত বৃহস্পতিবার পহলগাম ও বালতাল বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছে একটি ব্যাচ। গত বুধবার ভগবতী নগর বেস ক্যাম্প থেকে এক দল যাত্রা শুরু করেছে। ১৩ অগস্ট শেষ হবে এই যাত্রা। ছবি: পিটিআই
7/10
শুধু বহু সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন হয়েছে, এমনটাই নয়। এবার নিরাপত্তার জন্য আধুনিক প্রযুক্তিও ব্য়বহার করা হচ্ছে। প্রত্যেক তীর্থযাত্রীকে ট্র্যাক করার ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে ব্যবহার হচ্ছে ড্রোন। এছাড়াও আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তি ব্য়বহার করা হচ্ছে। ছবি: পিটিআই 
8/10
জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে সূত্রের খবর। তবে গোড়া থেকেই কড়া নিরাপত্তা ব্য়বস্থায় নজর দিয়ে একাধিক পদক্ষেপ করায় তা রুখে দেওয়া সম্ভব হবে বলেই আত্মবিশ্বাসী নিরাপত্তা আধিকারিকরা। ছবি: পিটিআই
9/10
অমরনাথ তীর্থযাত্রা বোর্ডের তরফ থেকেও একাধিক ক্যাম্প তৈরি করা হয়েছে তীর্থযাত্রীদের সাহায্যের জন্য। বিভিন্ন বাসস্ট্যান্ড, রেল স্টেশন, বিমানবন্দরে তাদের ক্যাম্প করা হয়েছে। এখান থেকেই RFID ট্যাগ দেওয়া হচ্ছে। ছবি: পিটিআই
10/10
তীর্থযাত্রীদের থাকার জন্য়ও আধুনিক ব্যবস্থা হয়েছে। আগের বারের চেয়েও অনেক বেশি সংখ্যক তীর্থযাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে। রয়েছে চিকিৎসা সংক্রান্ত পরিষেবার ব্যবস্থাও। তৈরি করা হয়েছে অস্থায়ী হাসপাতালও। ছবি: পিটিআই  
Sponsored Links by Taboola