Assam Flood: অসমের বন্যাপরিস্থিতি মোকাবিলায় সাহায্যের হাত আমির খানের
ধীরে ধীরে পরিস্থিতি ভালো হচ্ছে। কিন্তু বন্যা ও ধসের জেরে মঙ্গলবারও ৫ জনের মৃত্যু হয়েছে অসমে। সরেজমিন সবটাই দেখেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅসমের বন্যাদুর্গতদের এই ভয়ঙ্কর অবস্থায় পাশে দাঁড়াতে এগিয়ে এলেন বলি-তারকা। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা দিয়েছেন তিনি।
বন্যার দ্বিতীয় ধাক্কা সহ্য করার পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে অসম। কিন্তু মঙ্গলবার পর্যন্ত ২৮ জেলার ২৪ লক্ষ বাসিন্দা বিপর্যস্ত।
বেশিরভাগ নদীই এখন বিপদসীমার নিচ দিয়ে বইছে বলে ঘোষণা অসম বিপর্যয় মোকাবিলা দফতরের। তবে জোড়হাটের নিমতিঘাটের কাছে ব্রহ্মপুত্রের মতিগতি এখনও বিপজ্জনক।
দুর্গতদের পাশে দাঁড়াতে বলি তারকা যে ভাবে এগিয়ে এসেছেন তাঁর প্রশংসা করে টুইট করেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
মঙ্গলবারও বজলি ও বরপেটা জেলার বন্যাবিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন হিমন্ত। তাঁর আশ্বাস, সমস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছয় তা দেখা হবে।
বন্যার তোড় এতটাই ছিল যে নলবাড়ি জেলার একটি পুলিশ স্টেশন ডুবে যায়। সেই ভিডিও ভাইরাল হয়েছে মঙ্গলবার।
উত্তর-পূর্বের এই রাজ্যের নানা প্রান্তে শুধুই ধ্বংসের ছবি। তবে আমির খানের মতো অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন বলে খবর।
জায়গায় জায়গায় আশ্রয় শিবির খুলেছে সরকার। উদ্ধার ও ত্রাণে এগিয়ে এসেছে বায়ুসেনাও। সম্মিলিত চেষ্টায় ঘুরে দাঁড়াতে পারবেন অসমের মানুষ, আশা প্রশাসনের।
কিন্তু কত দিনে সেই ছবিটা দেখা যাবে? কবে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে উত্তর-পূর্বের এই রাজ্য? অপেক্ষায় গোটা দেশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -