Assam Flood: অসমের বন্যাপরিস্থিতি মোকাবিলায় সাহায্যের হাত আমির খানের

অসমের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের হাত আমির খানের

1/10
ধীরে ধীরে পরিস্থিতি ভালো হচ্ছে। কিন্তু বন্যা ও ধসের জেরে মঙ্গলবারও ৫ জনের মৃত্যু হয়েছে অসমে। সরেজমিন সবটাই দেখেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
2/10
অসমের বন্যাদুর্গতদের এই ভয়ঙ্কর অবস্থায় পাশে দাঁড়াতে এগিয়ে এলেন বলি-তারকা। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা দিয়েছেন তিনি।
3/10
বন্যার দ্বিতীয় ধাক্কা সহ্য করার পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে অসম। কিন্তু মঙ্গলবার পর্যন্ত ২৮ জেলার ২৪ লক্ষ বাসিন্দা বিপর্যস্ত।
4/10
বেশিরভাগ নদীই এখন বিপদসীমার নিচ দিয়ে বইছে বলে ঘোষণা অসম বিপর্যয় মোকাবিলা দফতরের। তবে জোড়হাটের নিমতিঘাটের কাছে ব্রহ্মপুত্রের মতিগতি এখনও বিপজ্জনক।
5/10
দুর্গতদের পাশে দাঁড়াতে বলি তারকা যে ভাবে এগিয়ে এসেছেন তাঁর প্রশংসা করে টুইট করেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
6/10
মঙ্গলবারও বজলি ও বরপেটা জেলার বন্যাবিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন হিমন্ত। তাঁর আশ্বাস, সমস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছয় তা দেখা হবে।
7/10
বন্যার তোড় এতটাই ছিল যে নলবাড়ি জেলার একটি পুলিশ স্টেশন ডুবে যায়। সেই ভিডিও ভাইরাল হয়েছে মঙ্গলবার।
8/10
উত্তর-পূর্বের এই রাজ্যের নানা প্রান্তে শুধুই ধ্বংসের ছবি। তবে আমির খানের মতো অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন বলে খবর।
9/10
জায়গায় জায়গায় আশ্রয় শিবির খুলেছে সরকার। উদ্ধার ও ত্রাণে এগিয়ে এসেছে বায়ুসেনাও। সম্মিলিত চেষ্টায় ঘুরে দাঁড়াতে পারবেন অসমের মানুষ, আশা প্রশাসনের।
10/10
কিন্তু কত দিনে সেই ছবিটা দেখা যাবে? কবে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে উত্তর-পূর্বের এই রাজ্য? অপেক্ষায় গোটা দেশ।
Sponsored Links by Taboola