Assam Flood: চোখ রাঙাচ্ছে ভারী বৃষ্টি, পাল্লা দিয়ে চলছে উদ্ধারকাজ
উদ্বেগ বাড়াচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। বুধবারও আরও ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে অসমে। এরই মধ্যে রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে ফের চোখ রাঙাচ্ছে বন্যা পরিস্থিতি। ছবি: পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বছরে প্রবল বর্ষা, বন্যা এবং ধসের কারণে এখনও পর্যন্ত প্রায় দেড়শো জনের মৃত্যু হয়েছে বলে খবর। বুধবার যে ১২ জনের মৃত্যুর খবর মিলেছে, তাঁদের মধ্যে কাছার ও চিরাং জেলায় ২ জন করে মৃত্যু হয়েছে। ছবি: পিটিআই
এছাড়া বরপেটা, দারাং, লখিমপুর ও নওগাঁ থেকেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুয়াহাটিতে ধসের ঘটনা ঘটেছে। বৃষ্টি বাড়তে থাকায়, বাড়ছে বন্যা পরিস্থিতিও। ছবি: পিটিআই
নতুন করে বৃষ্টি বাড়তে থাকায়, নদীর জলস্তর ফের বেড়েছে। যার ফলে আরও একাধিক সংখ্যক বাসিন্দা নতুন করে ঘরছাড়া হয়েছেন। আরও একাধিক, ত্রাণ শিবির তৈরি করা হচ্ছে বন্যাদুর্গতদের রাখার জন্য। ছবি: পিটিআই
এখন গোটা অসমে তিন লক্ষেরও বেশি ত্রাণ শিবির খোলা রাখা হয়েছে। একাধিক ত্রাণ শিবিরে পরিদর্শন করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ছবি: পিটিআই
সেন্ট্রাল ওয়াটার কমিশনের তরফে অসমের বন্যা পরিস্থিতিকে Severe বা ভয়াবহ বলা হয়েছে। জোরহাট, তেজপুর ও ধুবড়ি এলাকা নিয়েও উদ্বেগ তৈরি করা হয়েছে। এছাড়াও আরও একাধিক নদীও বিপদসীমার উপর গিয়ে বইছে। ছবি: পিটিআই
ধর্মতুলে কোপিলি নদী, বেকি নদী, শিলচরের বরাক নদী, করিমগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি রক্তচাপ বাড়াচ্ছে অসম প্রশাসনের। ছবি: পিটিআই
গত দুদিন ধরে অসম ও অরুণাচলে বাড়ছে বৃষ্টির পরিমাণ। সেই কারণেই ওই এলাকার একাধিক নদী বিপদসীমার উপরে বইছে। ব্রহ্মপুত্র-সহ বাকি শাখানদীগুলিরও একই ঘটনা। ছবি: পিটিআই
ত্রাণকার্য চালাচ্ছে ভারতীয় যুব কংগ্রেসও। শিলচর, কাছাড়ে একাধিক খাদ্যদ্রব্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র বিলি করা হয়েছে।--ছবি, ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের টুইটার হ্যান্ডেল।
ভারতীয় যুব মোর্চার তরফে আসামে ত্রাণবিলি করা হয়েছে। একাধিক খাদ্যদ্রব্যও বিলি করা হয়েছে। উপস্থিত ছিলেন যুব মোর্চা সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য।--ছবি, তেজস্বী সূর্যর টুইটার হ্যান্ডেল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -