Assam Flood: বন্যা-বিধ্বস্ত অসম, দিনভর চলছে উদ্ধারকাজ
ভয়াবহ বন্যায় বিধ্বস্ত অসম। দিনের পর দিন আরও খারাপ হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। রাজ্যের একাধিক জেলা বন্যার কবলে। বিপদসীমার উপরে বইছে ব্রক্ষ্মপুত্র নদের জল। ছবি: পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাছাড় জেলার অবস্থা অত্যন্ত শোচনীয়। অসমের হোজাই এবং দারাং জেলার বন্যা পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে চলছে উদ্ধার কাজ। ছবি: পিটিআই
অসমের ২৭টি জেলা বন্যা কবলিত বলে জানানো হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। সব মিলিয়ে অন্তত সাত লক্ষ বাসিন্দা ক্ষতিগ্রস্ত হলে খবর প্রশাসন সূত্রের। ছবি: পিটিআই
রবার বোটের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে। বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে বাসিন্দাদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে ত্রাণ শিবিরে। একাধিক ত্রাণ শিবির তৈরি করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। ছবি: পিটিআই
অসমের মন্ত্রিসভার সদস্যরা বন্যা কবলিত এলাকা পরিদর্শ করেছেন। জেলাগুলিতে বন্যা পরিস্থিতির উপর প্রতি ঘণ্টায় নজর রাখা হচ্ছে রাজ্য প্রশাসনের তরফে। ছবি: পিটিআই
উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনাও। বিভিন্ন এলাকা থেকে নৌকার মাধ্যমে বন্যাদুর্গতদের উদ্ধার করা হচ্ছে। উদ্ধারকাজের প্রথম দিন থেকেই নেমেছে ভারতীয় সেনা। ছবি: পিটিআই
বন্যাদুর্গতদের মধ্যে রয়েছে একাধিক মহিলা ও শিশু। রয়েছেন বেশ কয়েকজন প্রসূতি ও গর্ভবতীও। স্কুল, বাঁধ, হাইওয়ের উপর তৈরি বিভিন্ন ত্রাণ শিবিরে এনে রাখা হচ্ছে তাঁদের। ছবি: পিটিআই
অসমের বন্যার প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। একাধিক স্টেশনে জল ঢুকেছে। জলের তোড়ে একাধিক জায়গায় হেলে গিয়েছে দাঁড়িয়ে থাকা ট্রেনও। বন্যা পরিস্থিতির কারণে উত্তর-পূর্ব ভারতে যাওয়ার একাধিক ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। ছবি: পিটিআই
রাজ্যের তরফে একটি বুলেটিনে বলা হয়েছে, ধসের জেরে ডিমা হাসাও জেলায় যোগাযোগের মাধ্যম সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে। গত ১৫ মে থেকে হাফলং-এর রাস্তা এবং রেল পরিষেবা ব্যাহত হয়েছে। ছবি: পিটিআই
প্রতিবছর বছরের কোনও না কোনও সময় বন্যার কবলে পড়ে অসম। প্রতিবছর প্রবল ক্ষতির মুখে পড়েন অসমের অসংখ্য বাসিন্দা। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। টানা বৃষ্টির জেরে বন্যার কবলে অসমের বিস্তীর্ণ এলাকা। ছবি: পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -