Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Assam Flood: জলস্তর বেড়েছে বরাক-ব্রহ্মপুত্রের, ঘরছাড়া বহু বাসিন্দা
বন্যায় তছনছ অসম (Assam)। কিছুদিন আগে বাঁধভাঙা বৃষ্টির কারণে প্রবল সমস্যায় পড়েছিল এই রাজ্যটি। একাধিক জেলা চলে গিয়েছিল বন্যার কবলে। সেই জের টেনেই এখনও প্রবল বন্যাবিধ্বস্ত অসম। যতদিন যাচ্ছে তত উদ্বেগ বাড়াচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। ব্রহ্মপুত্র ও বরাক নদীর জলস্তর আরও বেড়েছে। যার ফলে নতুন করে অববাহিকার বেশ কিছু এলাকা জলমগ্ন হয়েছে। ছবি: পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসংবাদ সংস্থা সূত্রের খবর ২২ জুন পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী অসমের মোট ৩২টি জেলা বন্যা কবলিত এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দার সংখ্যা ৫৫ লক্ষেরও বেশি। মে থেকে হিসেব করলে বন্যা-বৃষ্টি-ধস মিলিয়ে এখনও পর্যন্ত ৮৯ জন বাসিন্দার মৃত্যুর খবর মিলেছে। ছবি: পিটিআই
বন্যা (Flood) কবলিত এলাকায় গিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswa Sharma)। বন্য়ায় ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নওগাঁ জেলা। সেখানে বন্যা পরিস্থিতি দেখতে যান অসমের মুখ্যমন্ত্রী। বেশ কিছু ত্রাণ শিবিরও ঘুরে দেখেন তিনি। ছবি: পিটিআই
বন্যা বিধ্বস্ত কামরূপ ও চাপারমুখ এলাকাও। সেখানেও যান তিনি। রেলের লাইনেও জল উঠে গিয়েছে। সামগ্রিক বন্যা পরিস্থিতি তিনি খতিয়ে দেখেছেন বলে টুইটারে জানিয়েছেন তিনি। ছবি: পিটিআই
মুখ রেল স্টেশনে যান অসমের মুখ্যমন্ত্রী। সেখানে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। ত্রাণের সামগ্রীর বিষয়েও খোঁজ খবর নেন। শিলচরেও যাওয়ার কথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। ছবি: পিটিআই
অসমের বরাক উপত্যকার তিনটি জেলা, কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দির পরিস্থিতি শোচনীয়। বরাক ও কুশিয়ারা নদীর জলস্তর বেড়ে যাওয়ার ক্রমশ জটিল হচ্ছে সেখানকার বন্যা পরিস্থিতি। কাছাড়ে প্রতিদিনই উদ্ধারকাজ চালাচ্ছে NDRF. বাকি দুই জেলায় কাজ করছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। ছবি: পিটিআই
মেঘালয় ও অসমের ভয়াবহ বন্যায় মৃতদের পরিবার ও দুর্গতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি (Satoshi Suzuki)। ছবি: পিটিআই
অয়েল ইন্ডিয়ার (Oil India) তরফে অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা দেওয়া হয়েছে। ভয়াবহ এই বন্যায় প্রবল আর্থিক ক্ষতিরও সম্মুখীন হয়েছে অসম। বিপুল পরিমাণ চাষের জমি জলের তলায়। ভেঙেছে বহু ঘরবাড়ি। সংরক্ষিত বনাঞ্চলের বিপুল পরিমাণ জমিও জলের তলায়। মিলেছে ধসের খবরও। ছবি: পিটিআই
লাগাতার ভারী বৃষ্টিতে অসম-সহ উত্তর-পূর্বের ত্রিপুরা, মেঘালয়, অরুণাচলপ্রদেশের মতো রাজ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ব্রহ্মপুত্র, বেকি, মানস, পাগলাডিয়া, পুঠিমারি, কপিলি, জিয়া-ভরালি নদীর জলস্তর বিপদসীমার উপরে রয়েছে।ছবি: পিটিআই
অসমের বাজালি, বকসা, বিশ্বনাথ, বনগাইগাঁও, কাছার, দারং, ধেমাজি, ধুবরি, ডিব্রুগড়, ডিমা হাসাও, গোয়ালপাড়া, হোজাই, কামরুপ, সাউথ সালমারা, তমুলপুর, তিনসুকিয়া, উদরগুড়ি-সহ ৩৩টি জেলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। ছবি: পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -