Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Independence Day 2022 Photos: আর মাত্র কয়েকদিন, পুরোদমে চলছে উদযাপনের প্রস্তুতি
হাতে মাত্র আর কয়েকদিন। তারপরেই স্বাধীনতা দিবস। প্রতি বছরই এই দিনটি প্রবল উৎসাহ-উদ্দীপনা এবং শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। কিন্তু এবার উৎসাহ আরও অনেকটা বেশি। ছবি: পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বছর ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। সেই কারণেই আরও বেশি গুরুত্ব ও উৎসাহ নিয়ে পালিত হতে চলেছে এ বারের স্বাধীনতা দিবস। ভারত সরকারের পক্ষ থেকে আগেই শুরু হয়েছে 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর কাজ। ছবি: পিটিআই
এই দিনে ভারতের প্রতিটি বাড়িতে তেরঙ্গা উত্তোলনের জন্য বলা হয়েছে। তার জন্য শুরু হয়েছে প্রচার 'হর ঘর তিরঙ্গা'। সাড়াও মিলছে। ছবি: পিটিআই
এর সঙ্গেই শুরু হয়েছে তিরঙ্গা যাত্রাও। 'আজাদি কা অমৃত মহোৎসব'-কে সামনে রেখেই দেশজুড়ে চলছে তিরঙ্গা যাত্রা। চলছে রোদ-বৃষ্টির মাঝেই। ছবি: পিটিআই
গুজরাতে খোদ মুখ্যমন্ত্রী যোগ দিয়েছেন তিরঙ্গা যাত্রায়। সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জাতীয় পতাকা হাতে হাঁটছেন সুরাটের রাস্তায়। ছবি: পিটিআই
বিভিন্ন স্কুল-কলেজের তরফে। বিভিন্ন বয়সের পড়ুয়াদের মধ্যেই যথেষ্ঠ উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। ছবি: পিটিআই
মধ্যপ্রদেশেও একই ছবি। সেখানে ভোপালে সে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান যোগ দিয়েছেন তিরঙ্গা যাত্রায়। হাতে রয়েছে জাতীয় পতাকা। ছবি: পিটিআই
১৫ আগস্টের আগে দেশজুড়ে তুঙ্গে জাতীয় পতাকার চাহিদা। সারা দেশে এভাবেই চরম ব্যস্ততার সঙ্গে তৈরি হচ্ছে জাতীয় পতাকা। ধানবাদের একটি ছবি। ছবি: পিটিআই
ভারতের স্বাধীনতা এসেছে একাধিক আত্মত্যাগের মাধ্যমে। পরিচিত এবং বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গেই অসংখ্য নাম না জানা, বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া নাগরিকের ঘাম-রক্ত জড়িয়ে রয়েছে এই স্বাধীনতায়। যার সামনে মুছে যায় জাতপাত, ধর্ম, বর্ণ, ভাষার যাবতীয় ভেদাভেদ। ছবি: পিটিআই
নয়াদিল্লিতে আবদুল গফফর আনসারি 'ঝান্ডেওয়ালা'-এর কারখানায় তৈরি হচ্ছে ভারতের জাতীয় পতাকা। চূড়ান্ত ব্যস্ততার সঙ্গে কর্মীরা তৈরি করে চলেছেন তিরঙ্গা। ছবি: পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -