Kedarnath-Badrinath: খুলেছে কেদার-বদ্রীর দ্বার, রহস্যের উত্তর পেতেই ছুটে যান ভক্তরা?
পাহাড়ের ঢালে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ। শাস্ত্র বলে, হিমালয়ের সর্বশ্রেষ্ঠ তীর্থক্ষেত্র কেদারনাথের মাটি চন্দন সমান। কিংবদন্তি, পুরাণ, জনশ্রুতি, তীর্থযাত্রীদের নানা অভিজ্ঞতা সব মিলিয়ে কেদারনাথ মন্দির চিররহস্যে ঘেরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্যদিকে, দেশের প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি হল বদ্রীনাথ মন্দির। কেদারনাথ মন্দিরের মতো এই মন্দিরটিও অবস্থিত উত্তর ভারতের রাজ্য উত্তরাখণ্ডে। শুধু হিন্দুদের নয়, বদ্রীনাথ মন্দির বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্যেও একটি পবিত্র ধর্মস্থান।
বদ্রীনাথ মন্দিরের স্থাপত্যের সাথে মিল রয়েছে বৌদ্ধ স্থাপত্যের। কথায় আছে প্রথমে এটি একটি বৌদ্ধ মন্দির ছিল। নবম শতাব্দীর সময় আদি শঙ্করাচার্য মন্দিরটিকে হিন্দু মন্দিরে পরিবর্তন করেন।
আদি শঙ্করাচার্য বদ্রীনাথের মূর্তিটি অলকানন্দা নদী থেকে উদ্ধার করে তপ্তকুন্ড উষ্ণ প্রস্রবণের কাছে মন্দির প্রতিষ্ঠা করেন। হিন্দুদের প্রাচীন গ্ৰন্থ ভাগবত পুরাণ, স্কন্দ পুরাণ ও মহাভারতে এই মন্দিরের নাম উল্লেখ করা হয়েছে।
বদ্রীনাথের মন্দির বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৮০৩ সালে হিমালয়ের ভূমিকম্পে মন্দিরটির ব্যাপক ক্ষতি হয়েছিল। তারপর জয়পুরের রাজা মন্দিরটি পূর্ণ নির্মাণ করেন. এরপর উত্তরাখণ্ডের সরকার মন্দির সংলগ্ন এলাকায় কোনও রকম নির্মাণের কাজ চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেন।
বরফে ঢাকা পাহাড়ের ঢালে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রীকেদারনাথ বাবার সুরম্য মন্দির মাথা তুলে দাঁড়িয়ে আছে যুগ-যুগান্ত ধরে, সেই জাগ্রত মন্দিরের মাহাত্ম্যও কিছু কম নয়!
এদিকে খুলেছে কেদারনাথের মন্দির। ৬ মাস পর কেদারনাথ মন্দিরের দরজা খোলা হয়। প্রথম দিনেই উপচে পড়েছিল ভক্তদের ভিড়। অন্যদিকে রবিবার থেকে শুরু হল বদ্রীনাথ দর্শন। প্রথম দিন বিপুল পরিমাণ ফুল দিয়ে সাজানো হয়েছে বদ্রীনাথ মন্দির। পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা। মন্ত্রোচ্চারণে গমগম করছে মন্দির চত্বর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -