Rivaba Jadeja: ভোটের ময়দানে নেমেই বাজিমাত! বিজেপির টিকিটে ক্রিকেটার জাডেজার স্ত্রীর বিরাট জয়
ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী হিসাবেই তাঁকে এতদিন চিনতেন সকলে। তবে রিভাবা জাডেজা এবার রাজনীতির ময়দানে বাজিমাত করলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমবার ভোটের ময়দানে নেমেছিলেন ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী। আর নেমেই বাজিমাত। বিপুল ভোটে জিতলেন রিভাবা।
গুজরাতের জামনগর উত্তর কেন্দ্র থেকে ভোটে লড়াই করেন রিভাবা। বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। প্রাপ্ত ভোটের নিরিখে তাঁর ধারেকাছে নেই দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া আম আদমি পার্টির প্রার্থী।
দু’জনের মধ্যে ভোটের ব্যবধান ৫০ হাজারেরও বেশি। কার্যত একপেশেভাবে জিতেছেন রিভাবা।
ভারতীয় দলের অলরাউন্ডার জাডেজার পরিবার কংগ্রেস ঘনিষ্ঠ হিসাবেই এতদিন পরিচিত ছিল। জাডেজার দিদি নয়না জাডেজা কংগ্রেসের হয়ে ভোটেও লড়াই করেছিলেন।
তবে রিভাবা দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে। শোনা যায়, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে প্রার্থী করার আগ্রহ প্রকাশ করেছিলেন।
বছর কয়েক আগে সঞ্জয় লীলা ভনসালির ছবি ‘পদ্মাবত’ নিয়ে প্রতিবাদ জানিয়ে তোলপাড় ফেলে দিয়েছিল করণি সেনা। সেই করণি সেনার নেত্রী ছিলেন রিভাবা।
মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী রিভাবা ব্যবসাও সামলেছেন। প্রথমে বাবার ব্যবসা। পরে ক্রিকেটার স্বামী জাডেজার রেস্তোরাঁর ব্যবসা।
রাজকোটে বিরাট রেস্তোরাঁ রয়েছে জাডেজার। সেই জাড্ডু'স রেস্তোরাঁ দেখাশোনা করেন রিভাবা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -