Naveen Shekharappa: রুশ-হানায় প্রাণহীন নবীন, ইউক্রেনে পড়ুয়ার মৃত্যুতে শোক,স্তব্ধতা ভারতজুড়ে
বাঙ্কার থেকে বেরিয়েছিলেন একটু খাবারের খোঁজে। খাবার কিনতে গিয়েই মর্মান্তিক পরিণতি। সেই সময়ে ইউক্রেনের খারকিভে রুশ যুদ্ধবিমানের মিসাইল হামলায় মৃত্যু হয় ভারতীয় ডাক্তারি পড়ুয়ার। জখম হয়েছেন আরও এক ভারতীয় ছাত্র নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইউক্রেনে যুদ্ধের মধ্যে ভারতীয় ডাক্তারি পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুতে কার্যত মর্মাহত গোটা দেশ, শোকের ছায়া কর্ণাটকে। তাঁকে শ্রদ্ধা জানিয়ে পথে নামলেন অগনিত মানুষ। মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পড়ুয়া নবীনের মৃত্যুতে সরব বিরোধীরাও। দফায় দফায় তীব্র নিন্দা করেছে কংগ্রেস, ট্যুইটে প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। নবীনের প্রতি শোকজ্ঞাপন করে পথে নামে ভারতীয় যুব কংগ্রেসও। এদিন দিল্লিতে মোমবাতি মিছিলে সামিল হন তাঁরা।
ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার ফলে হাজার হাজার ভারতীয় পড়ুয়ার মতো কর্ণাটকের হাবেরির নবীনও আটকে পড়েছিলেন খারকিভ শহরে।
বাঙ্কার থেকে বেরিয়েছিলেন একটু খাবারের খোঁজে। ঠিক তখনই রুশ যুদ্ধবিমান মিসাইল ছোড়ে! মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যায় ২১ বছর বয়সী ভারতীয় ডাক্তারি পড়ুয়ার দেহ।
মাত্র দু’দিন আগেই কর্ণাটকে নিজের বাড়িতে পরিবারের সঙ্গে ভিডিও কলে শেষবার কথা বলেছিলেন। ইউক্রেনে বিস্ফোরণে শেষ হয়ে গেলেন মাত্র ২১ বছর বয়সী ভারতীয় ডাক্তারি পড়ুয়া। নবীনের সঙ্গে থাকা আরও এক ভারতীয় ছাত্রও বিস্ফোরণে জখম হয়েছেন বলে সূত্রের খবর। নবীনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই এদিন স্থানীয় এসে জমা হন নবীনের বাড়িতে।
রাশিয়ার বোমায় ইউক্রেনে মৃত ভারতীয় ডাক্তারি পড়ুয়া মৃত্যুর দায় কার? কেন এখনও হাজার হাজার অসহায় ভারতীয় আটকে যুদ্ধক্ষেত্রে? ইউক্রেনের ওপর রুশ হামলার আশঙ্কা প্রায় ১ মাস আগে থেকেই ছিল তাও কেন এখনও হাজার হাজার ভারতীয়কে উদ্ধার করা গেল না? প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, রবিবার রাষ্ট্রপুঞ্জে জরুরি ভিত্তিতে ডাকা বিশেষ বৈঠকে যুদ্ধবিরোধী যে সঙ্কল্প প্রস্তাব পেশ করে রাশিয়ার নিন্দা করা হয়, তা থেকে নিজেদের বিরত রেখেছে ভারত। ভারতের ভূমিকায় অত্যন্ত সন্তুষ্ট বলে জানিয়েছে রাশিয়া। এরইমধ্যে এবার রাশিয়ার হামলায় ইউক্রেনে মৃত্যু হল ভারতীয় পড়ুয়ার।
ভারতের ভূমিকায় অত্যন্ত সন্তুষ্ট বলে জানিয়েছে রাশিয়া। এরইমধ্যে এবার রাশিয়ার হামলায় ইউক্রেনে মৃত্যু হল ভারতীয় পড়ুয়ার।
ভারতীয় ডাক্তারি পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর পর ইউক্রেন ও রাশিয়া দু’দেশেরই ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় বিদেশমন্ত্রক। মৃত ছাত্রের বাবার সঙ্গে কথা বলে দুঃখপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -