National Science Day: বিজ্ঞানের অবদান স্মরণ করতে জাতীয় বিজ্ঞান দিবস, যোগ রয়েছে রামন এফেক্টেরও
সভ্যতার উন্নতিতে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। সেই অবদানকে স্মরণ করতেই ২৮ ফেব্রুয়ারি পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজাতীয় বিজ্ঞান দিবস পালনের সঙ্গে জুড়ে রয়েছে রামন এফেক্ট আবিষ্কারের বিষয়টি। এই দিনটিতে স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন রামন এফেক্ট আবিষ্কারের বিষয়টি ঘোষণা করেন।
ওই আবিষ্কারের জন্য ১৯৩০ সালে নোবেল পুরস্কার পান স্যার সিভি রামন। ১৯৮৬ সাল থেকে ভারত সরকার ২৮ ফেব্রুয়ারি দিনটিকে ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে স্বীকৃতি দিয়েছে।
জানা যায়, ১৯২১ সালে ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন স্যার সিভি রামন। তখন ভূমধ্যসাগরের জলের রং ট্রান্সপারেন্ট সারফেস নিয়ে গবেষণা শুরু তাঁর। দীর্ঘ গবেষণার পর তিনি আবিষ্কার করেন রামন এফেক্ট।
মানুষের জীবনে প্রচুর অবদান রয়েছে বিজ্ঞানের। রোগ নিরাময় হোক বা দৈনন্দিন জীবন, সবক্ষেত্রেই সাহায্য করে বিজ্ঞানের কোনও না কোনও আবিষ্কার।
বিজ্ঞানের সেই গুরুত্বের কথা মাথায় রেখে এই দিনটি পালিত হয়। বিজ্ঞানের ক্ষেত্রে এখনও পর্যন্ত যা কাজ হয়েছে, এখন যা করার চেষ্টা করা হয়েছে। সব কিছু স্মরণ করা হয় জাতীয় বিজ্ঞান দিবসে।
সাধারণ জনজীবনে কুসংস্কার দূর করার কাজ করে থাকেন বিজ্ঞান সচেতন নাগরিকরা। জাতীয় বিজ্ঞান দিবসে সাধারণ নাগরিকদের মধ্যে বিজ্ঞানচেতনা বাড়াতে নানা কর্মসূচি নিয়ে থাকেন অনেকেই।
প্রতিবছরই জাতীয় বিজ্ঞান দিবসের জন্য আলাদা আলাদা থিম নেওয়া হয়ে থাকে। সেই থিম অনুযায়ী সেই বছর নানা আলোচনা ও কর্মসূচি নেওয়া হয়।
২০২২ সালের থিম, 'ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাসটেইনেবল ফিউচার'। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর জন্য একটি সংহত ভবিষ্যত তৈরির কথা মাথায় রেথেই এই থিম। এবং এই দুটির মধ্যে সমন্বয় তৈরি।
২০২০ সালে বিজ্ঞানচর্চায় ক্ষেত্রে মহিলার অবদানের কথা স্মরণ করা হয়েছিল। সেই বছর জাতীয় বিজ্ঞান দিবসের থিম ছিল 'women in science'। ছবি: pixabay
- - - - - - - - - Advertisement - - - - - - - - -