CDS Gen Bipin Rawat Final Journey:চোখের জলে সস্ত্রীক জেনারেল রাওয়াতকে চিরবিদায়, শেষযাত্রায় রাস্তার দু’ধার থেকে পুষ্পবৃষ্টি
চোখের জলে সস্ত্রীক চিুফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে চিরবিদায়। শেষযাত্রায় পা মেলালেন ৮০০ সেনা। রাস্তার দু’ধার থেকে পুষ্পবৃষ্টি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকামরাজ মার্গের বাসভবন থেকে দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার। জাতীয় পতাকা নিয়ে শেষযাত্রায় সামিল অসংখ্য মানুষ।
ব্রার স্কোয়ারে কপ্টার দুর্ঘটনায় নিহতদের শেষকৃত্য। শ্রদ্ধা জানালেন ৩ বাহিনীর প্রধান। কামরাজ মার্গে জেনারেলকে শেষশ্রদ্ধা অমিত শাহ-রাহুল গাঁধীর
ব্রার স্কোয়ারের উদ্দেশে রওনা হওয়ার আগে বারেবারেই স্লোগান উঠল- 'বন্দে মাতরম', 'জেনারেল রাওয়াত অমর রহে'।
সকাল ১১টা থেকে রাওয়াতের মরদেহ শায়িত ছিল তাঁর বাসভবন ৩ নম্বর কামরাজ মার্গে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাহুল গাঁধী, জেপি নাড্ডা, অরবিন্দ কেজরিওয়াল, কানমোঝিরা।
দুপুরে নিজের বাড়ি থেকে শুরু হয় জেনারেল বিপিন রাওয়াতের শেষযাত্রা।
রাস্তার দু’ধারে দাঁড়িয়ে তাঁকে শেষবিদায় জানান অসংখ্য সাধারণ মানুষ। শেষযাত্রায় সামিল হন ৮০০ জন সেনা।
বহু মানুষকে শববাহী শকটের সঙ্গে রাস্তায় দৌড়তে দেখা যায়।
হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় CDS জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী-সহ ১৩ জনের
বুধবার রাতে ওয়েলিংটন সেনা হাসপাতালেই রাখা ছিল বিপিন রাওয়াত ও ১২ জনের মৃতদেহ। পরদিন সকালে সেখান থেকে একে একে সবার কফিনবন্দি দেহ আনা হয় মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টারে। সেনাবাহিনীর তরফে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এরপর বৃহস্পতিবার সন্ধেয় দিল্লির পালাম বিমানবন্দরে আনা হয় জেনারেল বিপিন রাওয়াত সহ বাকিদের কফনবন্দী দেহ। একে একে শ্রদ্ধা জানাতে সেখানে পৌঁছন প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কিছুক্ষণ পর সেখানে পৌঁছয় প্রধানমন্ত্রীর কনভয়। শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হল ব্রার স্কোয়ারে। ১৭ বার তোপধ্বনিতে জেনারেল রাওয়াতকে শেষশ্রদ্ধা জানানো হয়।
একইসঙ্গে শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতেরও।শেষকৃত্য অনুষ্ঠানে ছিলেন দুই মেয়ে কৃতীকা ও তারিণী।
ব্রার স্কোয়ারে পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন জেনারেল রাওয়াত ও তাঁর স্ত্রী। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফকে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সহ পদস্থ আধিকারিকরা শেষকৃত্য অনুষ্ঠানে জেনারেল রাওয়াতকে শেষশ্রদ্ধা নিবেদন করেন।
শেষকৃত্য অনুষ্ঠানে বাবা-মায়ের মুখাগ্নি করলেন তাঁদের দুই মেয়ে কৃতিকা ও তারিণী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -