'দু:খ আগলে বিদায়', ব্রিগেডিয়ার লিড্ডারের শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী-কন্যা
শোকের কোনও ভাষা হয়না। প্রিয়জন হারানোর কষ্ট চেপেই জীবন এগোয়। তামিলনাড়ুতে কপ্টার দুর্ঘটনায় মৃত ব্রিগেডিয়ার লিড্ডারের শেষকৃত্যে যেন 'ভাষাহীন' ছবি বলে দিয়ে যায় এক নির্বাক যন্ত্রণার কথা। স্বামী হারিয়ে, বাবাকে হারিয়ে লিড্ডারের স্ত্রী ও কন্যা শেষ বিদায় জানালেন তাঁদের জীবনের 'নায়ক'কে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ারে শেষকৃত্যর সময় লিড্ডারের কফিন বন্দি দেহকে শেষ বিদায় জানানোর আগে কান্নায় ভেঙে পড়লেন তাঁর স্ত্রী। মুহূর্ত যেন থমকাল সেই দৃশ্যে।
'যে যায় সে চলে যায়', যাওয়ার আগে স্বামীকে শেষ শ্রদ্ধা স্ত্রীর। কষ্ট চেপে জানিয়েছেন, 'জীবন অনেক বড়, বাকি দিনগুলি কাটাতে কষ্ট হবে।'
বাবার কফিন যেদিন দেখেছেন, চোখের জলে বাঁধ দিতে পারেননি ব্রিগেডিয়ার লিড্ডারের কন্যা আশনা। 'সবচেয়ে কাছের বন্ধু'কে হারানোর যন্ত্রণা কি ভাষায় প্রকাশিত হয়?
শেষ মুহূর্তের ভালবাসা। বাবাকে শেষ চুম্বন কন্যার। '১৭ বছরের সুখস্মৃতি নিয়ে কাটাব বাকি জীবন', কান্নাভেজা সেই কথা জানিয়েছিলেন পিতৃহারা।
নিয়মের শেষ। শেষের নিয়ম। পৃথিবীর সবচেয়ে কঠিন নিয়ম পালনে লিড্ডারের স্ত্রী। চিরবিদায়ের প্রাক মুহূর্ত।
ব্রিগেডিয়ারের মুখাগ্নি করেন সেনা অফিসারের মেয়ে। মন চায় না। তবু নশ্বর দেহে যাত্রার প্রাথমিক নিয়মে আটকে যায় দৃশ্য।
আমি একজন সেনার স্ত্রী। এভাবে তাঁকে ফিরে পেতে চাইনি আমরা। স্মৃতিটুকু আগলে নিয়ে স্ত্রী
- - - - - - - - - Advertisement - - - - - - - - -