Indian National Flag: আবুধাবির রেকর্ড ভাঙল চণ্ডীগড়ে, নাম উঠল গিনেস বুকে, ভাইরাল বৃহত্তম ‘মানব পতাকা’র ছবি
চণ্ডীগড়: স্বাধীনতা দিবসের আগে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির ঘোষণা করেছে কেন্দ্র। দেশের ২০ কোটি বাড়ি, সরকারি, বেসরকারি ভবনের মাথায় পতাকা তোলার সঙ্কল্প গৃহীত হয়েছে। তাতে সাড়া দিয়ে এ বার নজির গড়ল চণ্ডীগড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং চণ্ডীগড় ইউনিভার্সিটি যৌথ ভাবে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রীকে জড়ো করে বিশ্বের বৃহত্তম ‘মানব পতাকা’ গড়ে তুলল তারা।
শনিবার চণ্ডীগড় ক্রিকেট স্টেডিয়ামকে এই অসাধ্য সাধনের জন্য বেছে নেওয়া হয়। চণ্ডীগড় ইউনিভআর্সিটি, পার্শ্ববর্তী এলাকার স্কুল এবং কলেজ থেকে ৫ হাজার ৮৮৫ জন পড়ুয়াকে একত্রিত করা হয়।
এ ছাড়াও স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরাও ‘মানব পতাকা’ তৈরিতে অংশ নেন। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, আধিকারিকরাও। জাতীয় পতাকার রংয়ে পরিহিত পোশাকের ভিত্তিতে পড়ুয়াদের দাঁড় করানো হয় নির্দিষ্ট বিন্দুতে।
তাতেই গড়ে ওঠে বিশ্বের বৃহত্তম মানব পতাকা। ড্রোন থেকে তোলা যে ছবি সামনে এসেছে, তাতে সবুজ ঘাসের উপর হাওয়ার ছোঁয়ায় পতাকা উড়ছে বলে ঠাহর হয়।
গিনেস বুক অফ ওয়র্ল্ড অফ রেকর্ডে নাম উঠে গিয়েছে এই ‘মানব পতাকা’র। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন পঞ্জাবের রাজ্যপাল, চণ্ডীগড়ের প্রশাসক, বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী-সহ আরও বহু স্বনামধন্য ব্যক্তি।
ড্রোন থেকে তোলা ‘মানব পতাকা’র ওই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। কেন্দ্রীয় মন্ত্রীরাও একে একে সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
এর আগে, সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবির একটি শিক্ষা সংগঠন বৃহত্তম মানব পতাকা গড়ে নজির তৈরি করেছিল। এ দিন চণ্ডীগডে় সেই রেকর্ড ভাঙল।
আবুধাবিতে গঠিত ‘মানব পতাকা’ তৈরি হয়েছিল ৪ হাজার ১৩০ জনকে নিয়ে। চণ্ডীগড়ে তৈরি ‘মানব পতাকা’য় ৫ হাজার ৮৮৫ জন শামিল ছিলেন।
এ বছর স্বাধীনতা দিবসের আগে কেন্দ্রের তরফে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি গৃহীত হয়। এর আওতায়, অগাস্ট মাসে তিন দিন ধরে ঘরে ঘরে পতাকা ওড়ানো হবে তার আওতায়। ১৩ থেকে ১৫ অগাস্ট তেরঙ্গা ওড়ানোর পরিকল্পনা রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -