Char Dham Yatra: শুরু হয়েছে চারধাম যাত্রা! কীভাবে প্রস্তুতি নেবেন এই তীর্থযাত্রার?
হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে চারধাম যাত্রা অত্যন্ত পবিত্র বলে গণ্য হয়। এই তীর্থস্থানে যাওয়ার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই যাত্রা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচারধাম যাত্রা করার আগে অনেককিছু মাথায় রাখতে হয়। দীর্ঘদিন সময় লাগে। তারই সঙ্গে প্রস্তুতিও দীর্ঘ দিন ধরে নিতে হয়।
২২ এপ্রিল এই চারধাম যাত্রা শুরু হয়েছে। আগামী নভেম্বর পর্যন্ত এই তীর্থযাত্রা চলবে।
যদি সড়কপথে এই চারধাম যাত্রা শেষ করতে চান। তাহলে বেশ কয়েকদিন সময় লাগবে। ১০-১২ দিন সময় লাগবে।
iহেলিকপ্টারের মাধ্যমেও চারধাম যাত্রা করতে পারবেন তীর্থযাত্রীরা। দেহরাদূন থেকে কপ্টার সার্ভিস রয়েছে। তবে আগে থেকে প্যাকেজ বুক করতে হবে।
দীর্ঘক্ষণ ধরে হাঁটতে হয় এই যাত্রায়। ট্রেকিংও প্রয়োজন। ফলে আগেভাগেই শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য ফিট থাকতে হবে। তার জন্য শরীরচর্চাও করতে হবে।
গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ দাম ও বদ্রীনাথ ধাম- এই চারটি পবিত্র তীর্থস্থান নিয়েই চারধাম যাত্রা হয়ে থাকে। সবকটিই উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত।
এই যাত্রায় বায়োমেট্রিক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। নিজের সঙ্গে আধার, ভোটার আইডি, প্যান কার্ড রাখুন।
আবহাওয়া ঠান্ডা। ফলে শরীরের দিকে খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত শীতের জামা রাখতে হবে। বৃষ্টি ঠেকাতে রাখুন বর্ষাতি। তবে অতিরিক্ত ওজন রাখবেন না সঙ্গে।
কাছাকাছি থানা, প্রশাসনের স্তরের যোগাযোগ নম্বর রাখুন। নিজের সঙ্গে বেসিক ফার্স্ট এইড কিট রাখুন। প্রয়োজনে ডাক্তারের সঙ্গে কথা বলে নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -