Chhath Puja 2021 : শুধু শরীরই নয়, মনকেও পবিত্র করতে হবে ; আজ ছটপুজোর প্রধান দিনে কী মানবেন ?

ছটপুজো

1/10
৮ নভেম্বর, কার্তিক মাসের শুক্ল পক্ষের চতুর্থীতে শুরু হয়েছে ছট উৎসব
2/10
চার দিনের এই উৎসবের আজ ১০ নভেম্বর মূল দিন
3/10
আজকেই দিনেই অস্ত যাওয়া সূর্যকে পুজো নিবেদন করেন উপবাসে থাকা মহিলারা
4/10
পরের দিন সূর্য ওঠার সময়ও অর্ঘ্য নিবেদন করা হবে। চার দিনের এই উৎসবে ষষ্ঠী তিথিই গুরুত্বপূর্ণ দিন
5/10
চার দিনের এই উৎসবে ষষ্ঠী তিথিই গুরুত্বপূর্ণ দিন
6/10
আজ ছট পুজোর সময় কয়েকটি নিয়ম মেনে চলা আবশ্যক
7/10
পূজার নৈবেদ্য বা পুজোর সময় হাত একেবারে পরিষ্কার রাখতে হবে। এমনকী পরিষ্কার কাপড় পরিধান কতে হবে
8/10
সূর্য অর্ঘ্য নিবেদনের জন্য প্লাস্টিক, রূপা বা স্টিলের পাত্র ব্যবহার করবেন না। এছাড়াও, মনে রাখবেন বাড়িতে ব্যবহৃত গ্লাস এবং লোটাও এই সময়ে ব্যবহার করা উচিত নয়
9/10
উপবাসের সময় শুধু শরীরই নয়, মনকেও পবিত্র করতে হবে। তাই এই দিনে কারো সাথে অশ্লীল শব্দ ব্যবহার করবেন না
10/10
কার্তিক শুক্লার সপ্তমী তিথিতে সূর্যকে অর্ঘ্য নিবেদন করলেই উপবাস ভঙ্গ হয়। অতএব, এর আগে কিছু খাওয়া বা পান করা উচিত নয়
Sponsored Links by Taboola