Chhath Puja 2021 : শুধু শরীরই নয়, মনকেও পবিত্র করতে হবে ; আজ ছটপুজোর প্রধান দিনে কী মানবেন ?
৮ নভেম্বর, কার্তিক মাসের শুক্ল পক্ষের চতুর্থীতে শুরু হয়েছে ছট উৎসব
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচার দিনের এই উৎসবের আজ ১০ নভেম্বর মূল দিন
আজকেই দিনেই অস্ত যাওয়া সূর্যকে পুজো নিবেদন করেন উপবাসে থাকা মহিলারা
পরের দিন সূর্য ওঠার সময়ও অর্ঘ্য নিবেদন করা হবে। চার দিনের এই উৎসবে ষষ্ঠী তিথিই গুরুত্বপূর্ণ দিন
চার দিনের এই উৎসবে ষষ্ঠী তিথিই গুরুত্বপূর্ণ দিন
আজ ছট পুজোর সময় কয়েকটি নিয়ম মেনে চলা আবশ্যক
পূজার নৈবেদ্য বা পুজোর সময় হাত একেবারে পরিষ্কার রাখতে হবে। এমনকী পরিষ্কার কাপড় পরিধান কতে হবে
সূর্য অর্ঘ্য নিবেদনের জন্য প্লাস্টিক, রূপা বা স্টিলের পাত্র ব্যবহার করবেন না। এছাড়াও, মনে রাখবেন বাড়িতে ব্যবহৃত গ্লাস এবং লোটাও এই সময়ে ব্যবহার করা উচিত নয়
উপবাসের সময় শুধু শরীরই নয়, মনকেও পবিত্র করতে হবে। তাই এই দিনে কারো সাথে অশ্লীল শব্দ ব্যবহার করবেন না
কার্তিক শুক্লার সপ্তমী তিথিতে সূর্যকে অর্ঘ্য নিবেদন করলেই উপবাস ভঙ্গ হয়। অতএব, এর আগে কিছু খাওয়া বা পান করা উচিত নয়
- - - - - - - - - Advertisement - - - - - - - - -