Coronavirus FAQ: আরটি-পিসিআর পরীক্ষা করাতে চাইছেন? আদৌ প্রয়োজন কি না জেনে নিন, বলছে আইসিএমআর
আরটি-পিসিআর পরীক্ষা করাতে চাইছেন? আদৌ প্রয়োজন কি না জেনে নিন, বলছে আইসিএমআর
1/7
করোনার সেকেন্ড ওয়েভে দেশে ভয়াবহ পরিস্থিতি। প্রতিদিনই মৃত্যু মিছিল আরও লম্বা হচ্ছে। সংক্রমণে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে পুরনো সব রেকর্ড।
2/7
বৃহস্পতিবার, দৈনিক সংক্রমণে বিশ্বে সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। একদিনে আক্রান্তের সংখ্যায় ফের চার লক্ষের গণ্ডি পেরোনোর পাশপাশি, দৈনিক মৃত্যুর সংখ্যাতেও দেশে নতুন রেকর্ড।
3/7
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। বুধবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫। মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯।
4/7
দেশে প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। পরীক্ষাও করাতে আসছেন কয়েক লক্ষ। ফলে, দেশের ল্যাবরেটরিগুলির ওপর করোনা পরীক্ষার পর্বতপ্রমাণ চাপ আসছে।
5/7
এই পরিস্থিতিতে গবেষণাগারগুলির চাপ সামলাতে আরটি-পিসিআর পরীক্ষা করার ক্ষেত্রে নতুন নির্দেশিকা নিয়ে এল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
6/7
কাদের আরটি-পিসিআর করা উচিত? কী বলছে আইসিএমআর? কোভিড-১৯ উপসর্গগুলি মূলত-- কাশির সঙ্গে / ছাড়া জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট, শরীরে ব্যথা, গন্ধ / স্বাদ না পাওয়া, ক্লান্তি ও ডায়রিয়া। এই উপসর্গগুলি থাকলে অবশ্যই আরটি-পিসিআর পরীক্ষা করান। এছাড়া, যদি আপনি সম্প্রতি কোনও কোভিড পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসে থাকেন, তাহলে পরীক্ষা করানোই বাঞ্ছনীয়।
7/7
কাদের পরীক্ষার প্রয়োজন নেই? আইসিএমআর জানিয়েছে, আরটি-পিসিআর পরীক্ষা করানোর প্রয়োজন নেই যদি-- যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ ধরা পড়ে। একবার আরটি-পিসিআর পরীক্ষায় পজিটিভ চলে আসে, দ্বিতীয় পরীক্ষার প্রয়োজন নেই। ১০ দিন হোম আইসোলেশনে থাকার সময় যদি শেষ তিনদিন জ্বর না আসে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময়। সুস্থ ব্যক্তি যদি এক রাজ্য থেকে আরেক রাজ্য যান।
Published at : 06 May 2021 02:11 PM (IST)