Coronavirus Third Wave 'কঠোর পদক্ষেপ নিলে তৃতীয় ঢেউ এড়ানো যেতে পারে', বললেন কে বিজয়রাঘবন
করোনার থার্ড ওয়েভ নিয়ে সতর্ক করার দুদিনের মধ্যেই পিছু হঠলেন প্রধানমন্ত্রীর মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা। শুক্রবার কে বিজয়রাঘবন জানালেন, যদি কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে তৃতীয় ঢেউ নাও আসতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে এসে তিনি বলেন, যদি আমরা কঠোর পদক্ষেপ ও ব্যবস্থাগ্রহণ করি, তাহলে থার্ড ওয়েভ নাও আসতে পারে। তবে এটা নির্ভর করছে কী কী নির্দেশিকা দেওয়া হচ্ছে এবং একেবারে স্থানীয় স্তরে কীভাবে তার প্রয়োগ ঘটছে।
এর আগে, বুধবার বিজয়রাঘবন করোনা তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা শুনিয়েছিলেন। বলেছিলেন, যে হারে ভাইরাস ছড়াচ্ছে, তাতে তৃতীয় ঢেউয়ের আসা অনিবার্য। তবে, তা কখন আসবে এবং কোন ব্যাপ্তি নিয়ে আসবে, এখনই বলা যাচ্ছে না।
বিজয়রাঘবন আরও বলেন, আমাদের নতুন ঢেউয়ের কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া উচিত। দ্বিতীয় দফায় অরিজিনাল ভাইরাসের মতোই এর স্ট্রেনগুলোও সংক্রমণ ছড়াচ্ছে। এটা মানব শরীরে ঢুকে সংক্রমণ ক্ষমতা আরও বাড়িয়ে নিচ্ছে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, ভারতে ৬৪ দিনের লকডাউনের পর সংক্রমণ যখন কমতির দিকে, সেই সময়ই পরবর্তী ধাক্কার জন্য তৈরি থাকা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের! কারণ, অতীতে যে কোনও মহামারীর ক্ষেত্রেই একাধিক ঢেউ এসেছে, তাই করোনার ক্ষেত্রেও যা তা হবে, তা নিয়ে বারবার সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা।
বিরোধীদের অভিযোগ, তাতে বিন্দুমাত্র কান দেয়নি মোদী সরকার! আর তাই, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থা ভারতের। যদিও, কেন্দ্র কোনওমতেই এই দাবি মানতে নারাজ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন। বৃহস্পতিবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। বুধবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৫ জনের। বৃহস্পতিবার একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৯৮০। বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৭৮০।
ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ৮৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৪ লক্ষ ৯১ হাজার ৫৯৮। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৬ লক্ষ ৪৫ হাজার ১৬৪।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, গত এক সপ্তাহে গোটা বিশ্বে যতজন সংক্রমিত হয়েছেন, তার ৪৬ শতাংশ ভারতেরই। আর গত ৭ দিনে বিশ্বে যতজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, তার ২৫ শতাংশই এদে দেশে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -