COVID Vaccination: আজ থেকে শুরু ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ, রেজিস্ট্রেশন ১০ লক্ষের
আজ শুরু ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশন। ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। পশ্চিমবঙ্গ সহ দেশের নানান অংশ থেকে এই টিকাকরণের ছবি সামনে এসেছে। এ রাজ্য ছাড়াও দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাত, উত্তরাখণ্ডে বড় সংখ্যায় কিশোর-কিশোরীদের টিকা নিতে দেখা গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম দিন সকাল ১০ টা পর্যন্ত ১৫ থেকে ১৮ বছরের এক লক্ষ জন টিকা নিয়েছে। সেইসঙ্গে ৯.৮৪ লক্ষ কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন করেছে।
গুজরাতে এই টিকাকরণ প্রক্রিয়া সাতদিনে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত স্কুলগুলিতে এই টিকাকরণ অভিযান শুরু হয়েছে।
দিল্লির লক্ষ্মীনগরে প্রচুর সংখ্যায় কিশোর-কিশোরী টিকা নিতে পৌঁছয়। দিল্লিতে মোট ১৫৯ টিকাকরণ কেন্দ্র তৈরি করা হয়েছে।
উত্তরাখণ্ডেও ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ অভিযান শুরু হয়েছে।
আজ কলকাতা পুরসভার ১৬টি স্কুল ও ৩৭টি কোভ্যাক্সিন সেন্টার থেকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। কাল ৫০টি স্কুল থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে।
কলকাতা পুরসভা সূত্রে খবর, পুর এলাকায় ১৫ থেকে ১৮ বছর বয়সীদের সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার। দু’ সপ্তাহের মধ্যে সবাইকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
আজ থেকে ফের বন্ধ স্কুল। চালু অনলাইন ক্লাস। ডিপিএস রুবি পার্কে পড়ুয়ারা না এলেও, স্কুলে উপস্থিত শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মীরা। আগামী ২-৩ দিনের মধ্যে পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
শ্যামবাজার টাউন স্কুল- প্রথমে রেজিস্ট্রেশন। এরপর নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়। স্কুলে উপস্থিত ডেপুটি হন মেয়র অতীন ঘোষ।
চেতলা গার্লস হাইস্কুলেও চলছে ভ্যাকসিনেশন। একেক দফায় ২৫ জনকে টিকা দেওয়া হচ্ছে। ভ্যাকসিনেশন প্রক্রিয়া তত্ত্বাবধানে স্কুলে হাজির মেয়র ফিরহাদ হাকিম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -