CRPF Raising Day: সন্ত্রাসদমন থেকে উদ্ধারকাজ, অসম সাহসে বিপদের মুখোমুখি দাঁড়ায় এই বাহিনী, আজ তাদেরই প্রতিষ্ঠাদিবস
ভারতের নিরাপত্তার দায়িত্ব যাঁদের হাতে থাকে, তাঁদের মধ্যে অন্যতম সেন্ট্রাল রিজার্ভ পুলিশ। নজরদারি-সন্ত্রাসদমন থেকে প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারকাজ, সবেতেই সিদ্ধহস্ত ভারতের এই আধাসামরিক বাহিনী। সিআরপিএফ, ভারতের সবচেয়ে বড় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। আজ, ২৭ জুলাই এই বাহিনীর প্রতিষ্ঠাদিবস। স্বাধীনতারও আগে এই প্রতিষ্ঠা। ১৯৩৯ সালের ২৭ জুলাই এই বাহিনীর প্রতিষ্ঠা হয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতখন অবশ্য এর নাম অন্য ছিল। Crown Representative's Force-নামে পরিচয় ছিল এর। স্বাধীনতার পরে এই বাহিনীর নাম হয় Central Reserve Police Force (CRPF)। ১৯৪৯ সালে CRPF আইনের মাধ্যমে এই নামকরণ হয়।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে এই বাহিনী কাজ করে। আইন-শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাসবাদ বা জঙ্গি আন্দোলন দমন, উদ্ধারকারী দল, যখন যেভাবে প্রয়োজন সেভাবে এই বাহিনী কাজ করে। ভারতের একাধিক উপদ্রুত এলাকায় মোতায়েন রয়েছে সিআরপিএফ।
প্রতিষ্ঠা দিবসে ভারতের এই আধাসামরিক বাহিনীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এই বাহিনী তার অদম্য সাহস এবং বিশিষ্ট সেবার জন্য নিজেকে আলাদা করেছে। নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ হোক বা মানবিক কোনও কাজ সংক্রান্ত, সিআরপিএফের ভূমিকা প্রশংসনীয়।
সিআরপিএফ-এর একাধিক সাফল্যের ইতিহাস রয়েছে। দেশের সুরক্ষার জন্য প্রাণ বাজি রেখে লড়েছেন সিআরপিফের জওয়ানরা। দেশের সুরক্ষায়, দেশবাসীর সুরক্ষার কাজে শহিদও হয়েছে অগণিত জওয়ান।
ভারতের কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীগুলির মধ্যে সবচেয়ে বড় বাহিনী সিআরপিএফ। প্রায় আড়াইশোর কাছাকাছি ব্যাটেলিয়ন হয়েছে এই বাহিনীতে।
১৯৬৫ এবং ১৯৭১ এর ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন সিআরপিএফ-এর জওয়ানরা। ছিনিয়ে এনেছেন জয়।
১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধেও অসম সাহসিকতার প্রদর্শন করেছিলেন ভারতের এই আধাসামরিক বাহিনীর জওয়ানরা। ভারতের সেনার পাশে দাঁড়িয়ে লড়েছিলেন।
সন্ত্রাসদমনেও একাধিকবার নিজেদের সাহসিকতার পরিচয় দিয়েছে সিআরপিএফ। ২০০১ সালে সংসদ হামলায় জঙ্গিদের নিকেশ করেছিলেন এই বাহিনীর জওয়ানরাই।
মাওবাদী কার্যকলাপ রোধেও কাজ করে সিআরপিএফ। বিভিন্ন উপদ্রুত এলাকায় এরা মোতায়েন রয়েছে। ২০০৮ সালে মাওবাদী সন্ত্রাসবাদ রুখতে তৈরি হয় CoBRA বাহিনী, যেটি সিআরপিএফ-এরই একটি অংশ। সব ছবি: টুইটার, পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -