Cyclone alert: ১৮টি জেলায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি আবহাওয়া দফতরের
ইতিমধ্যেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রভাব দেখিয়েছে কালবৈশাখী (Kalbaisakhi)। ঝড় ও বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছে তীব্র গরমের থেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএরই মাঝে আসতে চলেছে ঘূর্ণিঝড় (Cyclone)। আবহাওয়া দফতরের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। চিন্তায় সাধারণ মানুষ।
এদিন আবহাওয়া দফতরের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হল ওড়িশায় (Odisha)। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ওড়িশা সরকারের পক্ষ থেকে আঠেরোটি জেলায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়।
সে জন্য স্পেশাল রিলিফ কমিশনারের পক্ষ থেকে ওড়িশার গঞ্জম, গণপতি, পুরী, খুরদা, জগতসিংহপুর, কেন্দ্রপাড়া, জয়পুর, ভদ্রক, বালাসোর, নয়াগড়, কটক, ময়ূরভঞ্জ, কেওনঝড়, ধেনকানাল, মলকনগিরি, কোরাপুট, রায়াগাড়া এবং কন্ধমলের জেলাশাসকের কাছে সতর্কতামূলক চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে নিয়মিত আবহাওয়া সম্পর্কে সচেতন থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড় আছড়ে পড়লে নাগরিকদের জরুরি পরিষেবা দেওয়ার জন্য যাবতীয় কিছু তৈরি রাখতে বলা হয়েছে।
একই সঙ্গে বর্তমানে ঘূর্ণিঝড়ের ফলে সাধারণ মানুষের জন্য আশ্রয় কেন্দ্রগুলির অবস্থা কী রকম রয়েছে। সেই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সেই চিঠিতে।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে ওড়িশা সরকারকে জানান হয়েছে যে, নিম্নচাপ তৈরির কারণে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। আর এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা আছড়ে পড়তে পারে।
উল্লেখিত আঠেরোটি জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়বে। ওড়িশার উপর যদি ঘূর্ণিঝড় আছড়ে পড়ে, তাহতে তার প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে তা নিয়ে চিন্তায় রাজ্যবাসী।
অন্যদিকে, আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কমতে শুরু করবে।
আজ দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে। রবিবারের মধ্যে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এই গভীর নিম্নচাপ ঘূর্ণঝড়ে পরিণত হয় কি না, সেদিকেই নজর আবহবিদদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -