Congress Protest: মূল্যবৃদ্ধি, বেকারত্বের প্রতিবাদে পথে কংগ্রেস, দিল্লিতে ধুন্ধুমার, আটক রাহুল
মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর GST বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে দিল্লিতে পথে নেমে প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী-সহ আটক কংগ্রেসের সাংসদ, নেতারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ দিন রাহুল গান্ধীর নেতৃত্বে কালো পোশাক পরে কংগ্রেস সাংসদদের রাষ্ট্রপতি ভবন চলো অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মিছিল আটকালে পুলিশের সঙ্গে হাতাহাতি হয় কংগ্রেস সাংসদদের।
বিজয় চকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, শশী তারুর-সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। কংগ্রেস নেতাদের টেনে-হিঁচড়ে তোলা হয় গাড়িতে। কয়েকজন সাংসদকে মারধর করা হয়েছে বলে রাহুল গান্ধীর অভিযোগ।
অন্যদিকে, ২৪ নম্বর আকবর রোডে দলের সদর দফতর থেকে প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বে মিছিল করে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে রওনা দেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যরা।
ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান প্রিয়ঙ্কা-সহ কংগ্রেস নেতারা। পরে তাঁদের আটক করে পুলিশ।
অন্যদিকে, কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির কথা মাথায় রেখে যন্তর মন্তর বাদে নতুন দিল্লিতে জারি হয়েছে ১৪৪ ধারা। নিরাপত্তা, আইন শৃঙ্খলা ও ট্রাফিকের কারণে কোনওরকম বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি বলে দিল্লি পুলিশ জানিয়েছে।
কালো পাড় শাড়ি পরে প্রতিবাদ জানান সনিয়া গান্ধী। এর আগে হাতে কালো কাপড় বেঁধে সাংবাদিক বৈঠক করেন রাহুল। সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। দেশের কোনও প্রতিষ্ঠান নিরপেক্ষ নয়। প্রতিবাদ করলেই পিছনে ইডি লাগানো হচ্ছে। অভিযোগ করেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর।
সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। দেশে ৪ জন যা ইচ্ছে তাই করছেন। প্রতিবাদ করলেই তাঁর পিছনে ইডি লাগানো হচ্ছে। দেশের কোনও প্রতিষ্ঠান নিরপেক্ষ নয়।
এদিন সাংবাদিক বৈঠকে মোদি সরকারকে নিশানা করেন রাহুল গাঁধী। কংগ্রেস সাংসদ বলেন, বিরোধীরা দেশের আইনব্যবস্থা, বিচারবিভাগের ভরসায় লড়ে। যত আপনাদের সামনে এসে সত্যি বলব, তত আমার ওপর আক্রমণ হবে।
সাংবাদিক বৈঠকে মন্তব্য রাহুল গান্ধীর। ইডি-কে ধমকে পরিবারকে বাঁচানোই লক্ষ্য, পাল্টা আক্রমণ রবিশঙ্কর প্রসাদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -