DRDO: রেকর্ড ৪৫ দিনে ডিআরডিও তৈরি করল হাইটেক সাততলা বিল্ডিং, দেখুন ছবি
ডিআরডিও-র অনন্য কীর্তি। ১.৩ লক্ষ বর্গ ফুট প্লিন্থ এরিয়া সহ সাত তলা ভবনের উদ্বোধন করলেন প্রতিরক্ষা রাজনাথ সিংহ। আর এই বিশালাকায় ভবন ডিআরডিও মাত্র ৪৫ দিনের রেকর্ড সময় ইন-হাউস হাইব্রিড প্রযুক্তির ব্যবহার করে গড়ে তুলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশে নির্মাণ কাজের ক্ষেত্রে হাইব্রিড প্রযুক্তির ব্যবহার করে এই ভবন গড়ে তোলা এক মাইলস্টোন বলে মনে করা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্য়মে সাত মহলার স্থায়ী ইমারত সম্পূর্ণ হওয়ায় এক অনন্য রেকর্ড হল। আর তাও করা হল রেডি-টু-মুভ কন্ডিশনে।
রাজনাথ সিংহ এডিই বেঙ্গালুরু চত্বরে এই ভবনের উদ্বোধন করলেন। অ্যারোনটিক্যাল ডেভেলাপমেন্ট এস্টাব্লিশমেন্ট (এডিই) চত্বরে ফ্লাইট কন্ট্রোল সিস্টেম (এফসিএস) সাততলা ভবন, যার প্লিন্থ এরিয়া ১.৩ লক্ষ বর্গ ফুট।
এডিই-তে ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের জন্য এই বহুতল পরিকাঠামো তৈরির ক্ষেত্রে চিরাচরিত, প্রি-ইঞ্জিনিয়ার্ড ও প্রিকাস্ট পদ্ধতি সহ ইনহাউস হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
বেঙ্গালুরুর অ্যারোনটিক্যাল ডেভেলাপমেন্ট এস্টাব্লিশমেন্ট (এডিই) দ্বারা পরিচালিত AMCA-এর জন্য ফ্লাইট কন্ট্রোল সিস্টেম [FCS] ও যুদ্ধবিমানের অ্যাভিওনিক্সের সহায়তার কাজে ব্যবহার করা হবে।
পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক মিডিয়াম কমব্যাট এয়ারক্র্যাফ্ট (এএমসিএ) দেশীয় পদ্ধতিতে উন্নয়নসাধনের জন্য আরঅ্যান্ডডি-র ফেসিলিটি হিসেবে ব্যবহার করা হবে।
প্রতিরক্ষামন্ত্রক সোমবার জানিয়েছিল যে, এএমসিএ-র ডিজাইন ও প্রোটোটাইপ (নমুনা) গড়ে তোলার ব্যাপারে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পাওয়ার পর প্রক্রিয়া শুরু করা হয়েছিল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -